আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে।
শনিবার (নভেম্বর ১৮) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীর কাছে দোয়া চাই যেন সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়। আওয়ামী লীগ অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে। আমরা চাই জনগণের এই ভোটের অধিকার অব্যাহত থাকবে এবং নির্বাচনে তারা ভোটের মধ্যে দিয়ে সরকারের পরিবর্তন ঘটাবে।
দেশবাসীকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, আমাদের আহ্বান অনেক কষ্টে অর্জিত গণতান্ত্রিক ধারা কেউ যেন ব্যাহত করতে না পারে তা অঙ্গিকার করা। ভোট দিয়ে তারা তাদের পছন্দমতো নেতা নির্বাচন করবে, যারা সংসদে বসবে, আইন পাস করবে, রাষ্ট্র পরিচালনা করবে। নির্বাচন বানচালের যদি কেউ কেউ চেষ্টা করে, অগ্নিসন্ত্রাস অব্যাহত রাখে এর পরিণতি ভালো হবে না।
তিনি বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায়, অগ্নিসন্ত্রাস করে, মানুষকে পুড়িয়ে মারে। উন্নয়ন প্রকল্প যেমন, রাস্তাঘাট, মেট্রো রেল থেকে শুরু করে থার্ড টার্মিনাল এগুলো ধ্বংস করতে যাবে আমি জনগণকে আহ্বান করব তাদের প্রতিরোধ করতে।
নির্বাচনে আসার সিদ্ধান্ত গ্রহণকারী দলগুলোকে সাধুবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা ভেবেছিলাম অন্যান্য দলগুলো এভাবে নির্বাচনে আসবে। যে সকল দল নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছে তাদের সাধুবাদ জানাই।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের ওপর আস্থা নেই। তাই সেসব দল নির্বাচন বানচালের চেষ্টা করছে। যাদের জনগণের ওপর আস্থা নাই, বিশ্বাস নাই, দল হিসেবে সুসংগঠিত না, তারাই নির্বাচন বানচালের চেষ্টা করে যাচ্ছে।