ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

Advertisement
Advertisement

ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিলেন বাইডেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৫, ১৯ নভেম্বর ২০২৩

আপডেট: ১৬:০৪, ২০ নভেম্বর ২০২৩

ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিলেন বাইডেন

ফিলিস্তিনের পশ্চিম তীরে বেসামরিকদের ওপর হামলাকারীদের ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ইসরায়েল ফিলিস্তিনের জনগণের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার একমাত্র উপায় হলো দুই রাষ্ট্র প্রতিষ্ঠা।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, বাইডেন জানান ইসরায়েল ফিলিস্তিন উভয় জনগণের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হলো দুই রাষ্ট্রের সহাবস্থান। এতে সমান স্বাধীনতা, সুযোগ মর্যাদা নিয়ে দুই রাষ্ট্রের মানুষ বসবাস করবে। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য ইসরায়েলি ফিলিস্তিনিদের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং মিত্র অংশীদারদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

অবশ্য বাইডেন এর আগেও দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথা বলেছেন। ওয়াশিংটন পোস্টের নিবন্ধে কথার সঙ্গে বাইডেন তাঁর ইসরায়েলঘেঁষা সুরে কিছুটা পরিবর্তন এনে বলেন, আমি ইসরায়েলের নেতাদের জোর দিয়ে বলেছি যে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চরমপন্থী সহিংসতা বন্ধ করতে হবে এবং যারা সহিংসতা করছে, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। যুক্তরাষ্ট্র পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর হামলাকারী চরমপন্থীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারিসহ যুক্তরাষ্ট্র তার নিজস্ব পদক্ষেপ নিতে প্রস্তুত।

গত মাসে বাইডেন প্রশাসন ইউক্রেন ইসরায়েলের জন্য ১০ হাজার ৫০০ কোটি ডলারেরও বেশি অর্থের তহবিল চেয়েছিল। বাইডেন তখন পুতিন হামাস উভয়েই মানচিত্র থেকে প্রতিবেশীদের গণতান্ত্রিক অধিকার মুছে ফেলার জন্য লড়াই করছে বলে অভিযোগ করেন।

Advertisement
Advertisement

Warning: Undefined variable $sAddThis in /mnt/volume_sgp1_05/dikdorshon/public_html/details.php on line 531