ঢাকা,  রোববার
২২ ডিসেম্বর ২০২৪

Advertisement
Advertisement

আসামে কৃষককে গুলি করে মারল পুলিশ!

প্রকাশিত: ২০:১৪, ১২ মার্চ ২০২৩

আপডেট: ২০:১৪, ১২ মার্চ ২০২৩

আসামে কৃষককে গুলি করে মারল পুলিশ!

ভারতের আসামের রাওতা এলাকায় ডাকাত সন্দেহে এক কৃষককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ সংক্রান্ত অভিযোগ ওঠার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে সিআইডি তদন্তেই জানা গেছে চাঞ্চল্যকর তথ্য। এমন ঘটনায় শোরগোল পড়ে গেছে গোটা রাজ্যে। যদিও সাফাই দিতে নিজেদের মতো করে যুক্তি সাজাচ্ছে পুলিশ।

আসাম পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী কেনারাম বোরো। নিষিদ্ধ সংগঠন ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বড়োল্যান্ড-এর প্রাক্তন সদস্য কেনারাম। আসাম এবং মেঘালয়ে ডাকাতি-সহ একাধিক অপরাধের মামলায় ‘ওয়ান্টেড’। গত ২৪ ফেব্রুয়ারি পুলিশ রাওতা এলাকার ধানসিঁড়িখুঁটি গ্রামে তার বিরুদ্ধে অভিযান চালায়। পুলিশের দাবি করে ওই অভিযানে মৃত্যু হয়েছে অসমের ‘কুখ্যাত অপরাধী’র। এমনকী কেনারামের পরিবারের হাতে তুলে দেয়া হয় দেহ। সেই দেহের সৎকারও হয়। যদিও এর পর অন্যদিকে বাঁক নেয় ঘটনা। জানা যায় মৃত ব্যক্তি আদৌ কেনারাম বোরো নন, বরং দিম্বেশ্বর মুছাহারি।

দিম্বেশ্বরের পরিবারের তরফে দাবি করা হয়, পুলিশের গুলিতে যে ব্যক্তির মৃত্যু হয়েছে, তিনি ডাকাত নন, মুছাহারি পরিবারের ছেলে। পেশায় প্রান্তিক চাষি। এরপরেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সরব হয় সংবাদমাধ্যম এবং বিরোধী দলগুলি। এমন পরিস্থিতিতে গত ২ মার্চ বিভ্রান্তি কাটাতে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সিআইডি তদন্তের নির্দেশ দেন। সেই রিপোর্টে প্রকাশ্যে আসতেই মুখ পোড়ে পুলিশের। সেখানে বলা হয়েছে, যে ব্যক্তিকে ডাকাত সন্দেহে গুলি করা হয়েছিল, তিনি একজন কৃষক। যদিও এর পরে সাফাই দিতে অন্য যুক্তি সাজিয়েছে পুলিশ।

হিমন্তের পুলিশের দাবি, এ ব্যক্তি কেনারাম নয় বটে, তবে এ মুছাহারিও একজন ‘কুখ্যাত অপরাধী’। মুছাহারি ওরফে গোবলাকে এর আগেও অস্ত্র-সহ গ্রেপ্তার করা হয়েছিল। যদিও মুছাহারির মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্যজুড়ে শোরগোল অব্যাহত।

বি

Advertisement
Advertisement

Warning: Undefined variable $sAddThis in /mnt/volume_sgp1_05/dikdorshon/public_html/details.php on line 531