বাংলাদেশি জাহাজ আব্দুল্লাহ থেকে মুক্তিপণ আদায় করে উপকূলে উঠেই গ্রেপ্তার হয়েছেন ৮ জলদস্যু। উত্তর–পূর্ব সোমালিয়ার ফেডারেল রাজ্য পুন্টল্যান্ডের পূর্ব উপকূলে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমালিয়ার স্থানীয় সংবাদমাধ্যম গারো অনলাইনের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই জলদস্যুদের সঙ্গে আল–শাবাব জঙ্গি গোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
পুন্টল্যান্ড পুলিশ ফোর্সের একজন উচ্চপদস্থ কর্মকর্তা গারো অনলাইনকে জানিয়েছেন, বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর ছিনতাই করা জলদস্যু দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মুক্তিপণের টাকা উদ্ধার হয়েছে কিনা তা নিশ্চিত করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুন্টল্যান্ড পুলিশ কর্মকর্তা গারো অনলাইনকে বলেন, এভাবে মুক্তিপণ দিয়ে জাহাজ উদ্ধার চলতে থাকলে জলদস্যুরা আরও উৎসাহিত হবে।
সাম্প্রতিক সময়ে সোমালি উপকূলে জলদস্যু আক্রমণ কিছু কমে গেলেও বাংলাদেশি জাহাজ ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। তবে একই সময়ে ভারতীয় নৌবাহিনীর বেশ কয়েকজন জলদস্যুকে আটক করেছে। কিছু প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, সোমালি জলদস্যুরা ৫০ লাখ ডলার মুক্তিপণ পাওয়ার পর এমভি আবদুল্লাহকে ছেড়ে দিয়েছে।