Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /mnt/volume_sgp1_05/dikdorshon/public_html/common/config.php on line 154
হিজবুল্লাহর হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত, পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার বাহিনী

ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

Advertisement
Advertisement

হিজবুল্লাহর হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত, পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার বাহিনী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩২, ২ অক্টোবর ২০২৪

হিজবুল্লাহর হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত, পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার বাহিনী

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের হামলায় ইসরায়েলের ২ সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে কমপক্ষে ১৮ সেনা সদস্য। খবর রয়টার্সের।

স্থানীয় সময় আজ বুধবার সকালে সীমান্তবর্তী শহর ওদাইসেতে দখলদার ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। তবে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে প্রথম মুখোমুখি সংঘর্ষ হয়।

আলজাজিরার প্রতিবেদনা বলা হয়েছে, ওদাইসেতে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহ যে অতর্কিত হামলা চালিয়েছে এটিকে তাদের একটি বিজয় হিসেবে ধরা হচ্ছে। কারণ এই হামলার পর ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। অথচ শহরটিতে প্রবেশের আগে সেখানে ব্যাপক কামান হামলা চালিয়েছিল তারা।

ইসরায়েল জানে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল আগ্রাসন গাজায় হামাসের মুখোমুখি হওয়ার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জের। কারণ, হিজবুল্লাহ অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ। যারা এমন পরিস্থিতির জন্য প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের সৈন্যরা সিরিয়ায় বহু বছর ধরে যুদ্ধ করে অভিজ্ঞতা অর্জন করেছে।

এর আগে, গতকাল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গ্লিলত ঘাঁটি ও মোসাদ হেডকোয়ার্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। গোষ্ঠীটি তাদের ভান্ডারে থাকা ফাদি-৪ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছিল। এতে দুজন আহত হয়েছে বলে জানিয়েছে, ইসরায়েল স্বাস্থ্য বিভাগ।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, হিজবুল্লাহর তরফ থেকে তিন থেকে চারটি রকেট ছোড়া হয়েছিল। যার কয়েকটি আটকানো গেলেও অন্যগুলো দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানে। একটি রকেট ইসরায়েলের কাফার কাসিম নামে একটি এলাকায় দেশটি জাতীয় মহাসড়ক-৬–এ আঘাত হানে।

Advertisement
Advertisement

Warning: Undefined variable $sAddThis in /mnt/volume_sgp1_05/dikdorshon/public_html/details.php on line 531