ঢাকা,  শুক্রবার
০৩ জানুয়ারি ২০২৫

Advertisement
Advertisement

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫১, ২৮ অক্টোবর ২০২৪

আপডেট: ১৩:৫৬, ২৮ অক্টোবর ২০২৪

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট

আওয়ামী লীগের আমলে বিগত তিনটি নির্বাচন কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এর রায় না হওয়া পর্যন্ত কেন আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম বিরত রাখা হবে না তা জানতে হাইকোর্টে দুটি রিট দায়ের করা হয়েছে।  

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

রিটকারীদের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম জানান, সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধ চাওয়া হয়নি। রিটে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

এদিকে আদালত সূত্র বলছে, মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে। 

অপরদিকে রিটের পর সরজিস এক ফেসবুক পোস্টে জানান, আদালতে দুটি রিট করা হয়েছে। তার মধ্যে প্রথম রিটটি হলো- আওয়ামী লীগের বিগত তিনটি নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে পাওয়া সুবিধাগুলো কেন ফিরিয়ে দেবে না।

দ্বিতীয় রিটটি হলো- এই মামলার রায় না হওয়া পর্যন্ত কেন তাদের রাজনৈতিক সব কার্যক্রম থেকে বিরত রাখা হবে না। 

সারজিস বলেন, দল হিসেবে নিষিদ্ধ কিংবা নিবন্ধন নিষিদ্ধের কোনো কথা রিটে নেই।

এর আগে গত আগস্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে একটি রিট করা হয়েছিল। বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি তখন খারিজ করে দিয়েছিলেন।

Advertisement
Advertisement

Warning: Undefined variable $sAddThis in /mnt/volume_sgp1_05/dikdorshon/public_html/details.php on line 531