Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /mnt/volume_sgp1_05/dikdorshon/public_html/common/config.php on line 154
কে এই লিন্ডা ম্যাকমাহন? যাকে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে বেছে নিলেন ট্রাম্প

ঢাকা,  বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪

Advertisement
Advertisement

কে এই লিন্ডা ম্যাকমাহন? যাকে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে বেছে নিলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৮, ২০ নভেম্বর ২০২৪

কে এই লিন্ডা ম্যাকমাহন? যাকে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে বেছে নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনে লিন্ডা ম্যাকমোহনকে দেশটির পরবর্তী  শিক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। এক বিবৃতিতে ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন।   

লিন্ডা ট্রাম্পের ট্রানজিশন টিমের (ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া তদারক দল) কো–চেয়ার এছাড়া ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সাবেক নির্বাহী। স্বামী ভিন্স ম্যাকমোহনের সঙ্গে যৌথভাবে তিনি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট গড়ে তোলেন।

ট্রাম্পের বিশ্বাস লিন্ডা ম্যাকমোহন শিক্ষামন্ত্রী হিসেবে প্রতিটি অঙ্গরাজ্যে ‘ইউনিভার্সাল স্কুল চয়েস’ ধারণাকে ছড়িয়ে দিতে প্রশংসনীয় কাজ করবেন। মা-বাবাদের তাঁদের পরিবারের শিক্ষাসংক্রান্ত বিষয়ে সবচেয়ে ভালো সিদ্ধান্তগুলো নেওয়ার ব্যাপারে দক্ষ করে তুলতে নিরলস প্রচেষ্টা চালাবেন তিনি।

লিন্ডা ইস্ট ক্যারোলাইনা ইউনিভার্সিটি থেকে ফরাসি ভাষায় স্নাতক সম্পন্ন করেছেন। রাজনীতির খাতায় নাম লেখাতে ডব্লিউডব্লিউই-এর সিইও পদ থেকে সরে দাঁড়ান তিনি। এরপর ২০১০ ও ২০১২ সালে  দুবার মার্কিন আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট নির্বাচনের প্রার্থীও হন। কিন্তু দুবারই হেরে যান তিনি।

২০২১ সাল থেকে লিন্ডা ট্রাম্পের সমর্থিত আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের সেন্টার ফর দি আমেরিকান ওয়ার্কার-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে তার প্রশাসনের স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান হিসেবে নিয়োগ পান লিন্ডা। সেখানে তিনি ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। সেখান থেকে পরে নিয়োগ পান ট্রাম্পপন্থী আমেরিকা ফার্স্ট অ্যাকশন সুপারপিএসি বা পলিটিক্যাল অ্যাকশন কমিটির চেয়ারপারসন হিসেবে।

‘ইউনিভার্সাল স্কুল চয়েস’–এর ধারণাটি হলো– আয় যেমনই হোক না কেন স্কুল বাছাইয়ের ক্ষেত্রে সব পরিবারকে সমান সুযোগ দেওয়া।

ট্রাম্প বলেন, শিক্ষার দায়িত্ব অঙ্গরাজ্যের হাতে ফিরিয়ে আনব এবং লিন্ডা সেই প্রচেষ্টায় নেতৃত্ব দেবেন।

Advertisement
Advertisement

Warning: Undefined variable $sAddThis in /mnt/volume_sgp1_05/dikdorshon/public_html/details.php on line 531