বিদ্রোহী যোদ্ধারা দামেস্ক ও হোমস শহরের একদম কাছে পৌঁছে গেছে। খুব শিগগিরই বাশার আল–আসাদ সরকারের পতন হবে বলে জানিয়েছেন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি।
এক বার্তায় তিনি বলেন, ‘আপনারা দামেস্ক ও হোমসের কিনারায় আছেন। যেকোনো সময় সরকারের পতন হবে।’ যোদ্ধাদের প্রতি ওই বার্তায় সাধারণ মানুষের প্রতি ভালো আচরণ করার আহ্বান জানিয়েছেন এইচটিএস প্রধান।
এদিকে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করে সিরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শহর হোমস নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির বিদ্রোহীরা। এরপরই তারা সিরিয়ার রাজধানী দামেস্ক দখলে রওয়া হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা আশঙ্কা করছেন আগামী সপ্তাহের মধ্যেই প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার ক্ষমতা হারাতে পারে।
গত এক সপ্তাহ আগে সিরিয়ার আলেপ্পো দখলে নেয় বিদ্রোহীরা। সরকারি বাহিনী তাদের সঙ্গে টিকতেই পারছে না। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তাদের নিরাপত্তা কাঠামো।
কৌশলগত দুটি শহর হোমস এবং রাজধানী দামেস্ক হাত ছাড়া হওয়ার অর্থ পাঁচ দশক ধরে ক্ষমতায় থাকায় আসাদ অধ্যায়ের পরিসমাপ্তি। শুধু তাই নয় আসাদ সরকারের অন্যতম মিত্র ইরানকেও সমস্যায় পড়তে হবে।
নাম না প্রকাশের শর্তে সরকারি কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বিদ্রোহীদের অগ্রগতি এটাই বলছে যে আসাদ সরকারের পতন খুবই নিকটে। এছাড়া একজন মার্কন কর্মকর্তা জানিয়েছেন আগামী ৫ থেকে ১০ দিনের মধ্যে আসাদ সরকারের পতন হতে পারে। অন্য আরেক জন বলেছেন আগামী সপ্তাহের মধ্যে ক্ষমতা হারাতে পারেন আসাদ সরকার। পশ্চিমা কর্মকর্তারা দ্বিতীয় জনের মতামতের সঙ্গে একমত হয়েছেন।