ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

Advertisement
Advertisement

সব শ্রেণির বই জানুয়ারিতে দেয়া সম্ভব হবে না: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:০১, ১১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৪:০৮, ১১ ডিসেম্বর ২০২৪

সব শ্রেণির বই জানুয়ারিতে দেয়া সম্ভব হবে না: অর্থ উপদেষ্টা

নবম-দশম শ্রেণির বই ছাপানোর জন্য অর্থ ছাড় দেয়া হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জানুয়ারি মাসের যেকোনো সময়ে বই দেয়া হবে। তবে সব শ্রেণির বই জানুয়ারিতে দেয়া সম্ভব হবে না বলেও জানিয়েছেন তিনি। 

আজ বুধবার (১১ ডিসেম্বর) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চেষ্টা করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কিছুদিন পরপরই পারচেজ বৈঠক করা হয় আমদানি পণ্যের সরবরাহ ঠিক রাখতে। যাতে পণ্যের ঘাটতি না হয়।

ক্রয় সংক্রান্ত বৈঠকে তেল, মসুর ডাল, এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে, যার প্রভাব বাজারে পড়বে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, সব জিনিসের দাম একসঙ্গে কমানো সম্ভব হয় না, মানুষকেও এটা মেনে নিতে হবে। আলুর দাম নিয়ে কিছু চ্যালেঞ্জ ছিল, যা কেটে গেছে।

বাজার নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের কথা জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের নেয়া পদক্ষেপের প্রভাব পড়ছে। তবে সব পণ্যের দাম একসঙ্গে কমানো সম্ভব নয়। বাজার স্থিতিশীল আছে।

Advertisement
Advertisement

Warning: Undefined variable $sAddThis in /mnt/volume_sgp1_05/dikdorshon/public_html/details.php on line 531