অগ্রাহায়ণের ২৮ তারিখ আজ। পৌষ আসতে এখনও দেরি, তার আগেই শীতে নাকাল দেশ। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মধ্যরাত থেকে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময়ে দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে কুয়াশা কিছুটা কমতে পারে।
শীতকাল বলতে পৌষ মাসকেই বোঝায়। সেই পৌষ মাস আসতে এখনও দেরি। কিন্তু এরইমধ্যে সারাদেশে তীব্র শীত জেঁকে বসেছে। ইতিমধ্যে বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। তীব্র কুয়াশার সাথে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা।
আবহাওয়াবিদরা বলছেন, গত বছর সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রিতে নেমেছিল। এবারও তেমন হতে পারে। তবে শীতের তীব্রতা সর্বনিম্ন ৪ ডিগ্রিতে নামার আভাস রয়েছে।