ঢাকা,  বুধবার
১২ মার্চ ২০২৫

Advertisement
Advertisement

রমজানে মসজিদে ছবি ও ভিডিও ধারণ না করার নির্দেশ সৌদি সরকারের

প্রকাশিত: ১৭:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ০০:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

রমজানে মসজিদে ছবি ও ভিডিও ধারণ না করার নির্দেশ সৌদি সরকারের

মসজিদ

সৌদি আরবে আসন্ন রমজান উপলক্ষে একটি নতুন নির্দেশনা জারি করেছে দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ গাইডেন্স মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে মসজিদে নামাজের সময় বিশেষ করে তারাবি চলাকালে ইমাম মুসল্লিদের ভিডিও ধারণ নিষিদ্ধ করা হয়েছে। ছাড়া, নামাজের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি (লাইভ) প্রচারও নিষিদ্ধ করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, মসজিদগুলোর পবিত্রতা ইবাদতের পরিবেশ অক্ষুণ্ণ রাখতে এসব ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। ইমাম ধর্মীয় নেতাদের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে এবং মুসল্লিদেরও যথাযথ শৃঙ্খলা ধর্মীয় আদব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রমজান মাসে ইবাদতের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, মুসল্লিদের নিরাপত্তা রক্ষা করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করাই নির্দেশনার মূল উদ্দেশ্য।

প্রতিবছর রমজানের আগে সৌদি কর্তৃপক্ষ মসজিদসংশ্লিষ্ট কার্যক্রম নিয়মিত করার জন্য ধরনের নির্দেশনা জারি করে থাকে।

গ্র্যান্ড মসজিদ মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রধান শেখ . আবদুর রহমান আল সুদাইস বলেছেন, ‘ নির্দেশনার মাধ্যমে রমজানে হজ ওমরা পালনকারীদের সুবিধার্থে মন্ত্রণালয় উচ্চমানের সেবা পরিকল্পনা বাস্তবায়ন করবে।তিনি আরও জানান, এসব নির্দেশনার পাশাপাশি মুসল্লিদের সুবিধার্থে রমজান মাসে মসজিদের কার্যক্রম আরও আধুনিক ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়া হবে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531