
তেলাওয়াতের সিজদা
কোরআনে এমন কিছু আয়াত রয়েছে, যেগুলোর তিলাওয়াত করলে বা শুনলে মুমিন পাঠক ও শ্রোতাকে আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা করতে হয়। একে সিজদায়ে তিলাওয়াত বলা হয়।
সিজদায়ে তিলাওয়াতের বিধান
তিলাওয়াত শব্দ করে বা নিঃশব্দে যেভাবেই করা হোক না কেন, সিজদা করতেই হবে। তবে একই আয়াত বারবার পড়লে, তিলাওয়াত শেষে একবার সিজদা করলেই যথেষ্ট হবে। এটি ফরজ নয়, তবে ওয়াজিব। যদি কেউ ইচ্ছাকৃতভাবে এটি না করে, তাহলে গুনাহ হবে।
সিজদায়ে তিলাওয়াতের পদ্ধতি
১. দাঁড়িয়ে থেকে: হাত না উঠিয়ে আল্লাহু আকবার বলে সরাসরি সিজদায় চলে যেতে হবে। 2. সিজদায় গিয়ে: ‘সুবহানা রাব্বিয়াল আলা’ তিনবার পড়তে হবে। 3. সিজদা থেকে ওঠা: আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতে হবে। 4. সালাম নেই: এতে কোনো তাশাহহুদ বা সালাম নেই। 5. বসে বসেও সিজদা করা যাবে। 6. পুরুষদের জন্য আল্লাহু আকবার জোরে বলা উত্তম।
সিজদায়ে তিলাওয়াতে দোয়া
নবী (সা.) এই দোয়াটি পড়তেন:
سَجَدَ وَجْهِيَ لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ
উচ্চারণ: সাজাদা ওয়াজহিয়া লিল্লাযি খালাকাহু, ওয়া শাক্কা সামআহু, ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি।
অর্থ: আমার মুখমণ্ডল সেই মহান রবের উদ্দেশ্যে সিজদা করল, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং নিজের প্রবল ক্ষমতায় আমার মাঝে শোনার ও দেখার শক্তি দান করেছেন।
সিজদার আয়াত চেনার উপায়
পবিত্র কোরআনের যেসব আয়াতে সিজদার বিধান রয়েছে, সেগুলোর ওপরে লম্বা দাগ টেনে চিহ্ন দেওয়া থাকে। মোট ১৪টি আয়াতে সিজদা রয়েছে।
তিলাওয়াতে সিজদার আয়াতসমূহ
ক্র.নং | পারার নাম্বার | সুরার নাম | আয়াত নম্বর |
---|---|---|---|
১ | ৯ | সুরা আরাফ | ২০৬ |
২ | ১৩ | সুরা রাদ | ১৫ |
৩ | ১৪ | সুরা নাহল | ৫০ |
৪ | ১৫ | সুরা বনি ইসরাইল | ১০৭-১০৯ |
৫ | ১৭ | সুরা মারইয়াম | ৫৮ |
৬ | ১৭ | সুরা হজ | ১৮ |
৭ | ১৯ | সুরা ফুরকান | ৬০ |
৮ | ১৯ | সুরা নামল | ২৫-২৬ |
৯ | ২১ | সুরা সিজদা | ১৫ |
১০ | ২৩ | সুরা সোয়াদ | ২৪ |
১১ | ২৪ | সুরা হা-মিম সিজদা | ৩৭-৩৮ |
১২ | ২৭ | সুরা নাজম | ৬২ |
১৩ | ৩০ | সুরা ইনশিকাক | ২১ |
১৪ | ৩০ | সুরা আলাক | ১৯ |
তিলাওয়াতে সিজদার নির্দেশনা
-
কেউ যদি এই আয়াতগুলো তিলাওয়াত করে, তবে তার জন্য সিজদা করা ওয়াজিব।
-
যদি অন্য কেউ এই আয়াতগুলো শুনে, তবে তার জন্যও সিজদা করা ওয়াজিব।
-
এজন্য সিজদার আয়াতগুলো চুপি চুপি পড়া উত্তম, যাতে অন্য কেউ অসুবিধায় না পড়ে।
উপসংহার
তিলাওয়াতে সিজদা করা আল্লাহর নির্দেশ ও রাসুল (সা.)-এর সুন্নত। তাই এটি যথাযথভাবে পালন করা উচিত। সিজদার মাধ্যমে আমরা আল্লাহর আনুগত্য প্রকাশ করতে পারি এবং তাঁর নৈকট্য লাভ করতে পারি।