ঢাকা,  বুধবার
১২ মার্চ ২০২৫

Advertisement
Advertisement

পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম: শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের চার্জশিট

প্রকাশিত: ১৭:৪৭, ১০ মার্চ ২০২৫

পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম: শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের চার্জশিট

হাসিনা পরিবার

অনিয়মের মাধ্যমে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১০ মার্চ) দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিট অনুমোদন হওয়ার পর আদালতে দাখিলের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এর আগে, গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়েছিল। চার্জশিটে নতুন করে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনকে যুক্ত করা হয়েছে।

অভিযুক্তদের তালিকা ও অভিযোগ

চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন—

  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • তার ছেলে সজীব ওয়াজেদ জয়
  • মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল
  • বোন শেখ রেহানা
  • শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক
  • ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক
  • অপর মেয়ে আজমিনা সিদ্দিক

এছাড়া অভিযুক্তদের মধ্যে আরও রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তা।

অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোডে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ নেন। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাজউকের কর্মকর্তাদের যোগসাজশে এসব প্লট নিজের ও পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দেন।

দুদক তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১, ১৬৩, ১৬৪, ৪০৯, ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা করেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান

দেড় দশক দেশ শাসনের পর ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

এর আগে, গত বছরের ২২ ডিসেম্বর শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার (প্রায় ৩০ হাজার কোটি টাকা) বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। একই সঙ্গে শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগের তদন্তও চলছে।

দুদকের একটি বিশেষ অনুসন্ধান দল এসব দুর্নীতির মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531