ঢাকা,  বুধবার
১২ মার্চ ২০২৫

Advertisement
Advertisement

সাহরি খেয়ে সুবহে সাদিকের আগে সহবাস করলে কী রোজা ভেঙে যাবে

প্রকাশিত: ১৭:৫৩, ১০ মার্চ ২০২৫

সাহরি খেয়ে সুবহে সাদিকের আগে সহবাস করলে কী রোজা ভেঙে যাবে

সাহারি খাওয়া

রমজান মাসে রোজা রাখার জন্য শেষ রাতে সাহরি খাওয়া সুন্নত। এটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, শারীরিক সুস্থতার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমানেরা ফজরের ওয়াক্তের আগে সাহরি গ্রহণের মাধ্যমে রোজার নিয়ত করে থাকেন।

রোজার নিয়ত: কী বলা হয়েছে?
যেকোনো ইবাদতের জন্য নিয়ত করা জরুরি, কারণ রাসূল (সা.) বলেছেন, “প্রত্যেক আমল নিয়তের ওপর নির্ভর করে।” তবে রোজার নিয়তের জন্য আরবি দোয়া পড়া বাধ্যতামূলক নয়। বাংলায় মনে মনে নিয়ত করলেই যথেষ্ট, এমনকি সাহরি খাওয়াকেও নিয়তের অংশ হিসেবে ধরা হয়।

রোজার পরিপন্থী কাজ ও ভুল ধারণা
অনেকেই মনে করেন, রোজার নিয়ত করে ফেললে রাতেই স্ত্রী সহবাস করা নিষিদ্ধ হয়ে যায়। কিন্তু ইসলাম বিধান অনুযায়ী, সূর্যাস্তের পর থেকে সুবহে সাদিক পর্যন্ত খাবার, পানীয় ও যৌনসম্পর্ক বৈধ। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন:

“রমজানের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে… আহার কর ও পান কর যতক্ষণ না ফজরের সাদা রেখা কাল রেখা থেকে স্পষ্ট হয়। অতঃপর রাত পর্যন্ত রোজা পূর্ণ কর।” (সুরা বাকারা: ১৮৭)

তবে, দিনের বেলায় স্ত্রী সহবাস, ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা রোজা ভঙ্গের কারণ হবে এবং কাফফারা ও কাজা আদায় করতে হবে। ইতেকাফরত ব্যক্তিদের জন্য রমজানের রাতেও স্ত্রী সহবাস নিষিদ্ধ।

সঠিক জ্ঞান অর্জন জরুরি
রমজানে রোজার নিয়ত ও স্ত্রী সহবাস সম্পর্কে ভুল ধারণা পরিহার করা উচিত। রাতের বেলায় সাহরি খাওয়া যেমন জায়েজ, তেমনি রোজার নিয়তের পরও সুবহে সাদিক পর্যন্ত বৈধ কাজগুলো করা যায়। ইসলামের বিধান যথাযথভাবে অনুসরণ করলেই রোজা পরিপূর্ণ ও সঠিকভাবে পালন করা সম্ভব।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531