ঢাকা,  বুধবার
১২ মার্চ ২০২৫

Advertisement
Advertisement

দুবাইয়ে মাতলামি ও পুলিশকে হামলার দায়ে নারীর কারাদণ্ড ও বহিষ্কারাদেশ

প্রকাশিত: ১৫:২৮, ১১ মার্চ ২০২৫

দুবাইয়ে মাতলামি ও পুলিশকে হামলার দায়ে নারীর কারাদণ্ড ও বহিষ্কারাদেশ

দুবাই

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ফৌজদারি আদালত উপসাগরীয় অঞ্চলের এক নারীকে ছয় মাসের কারাদণ্ড, ২০ হাজার দিরহাম জরিমানা ও দেশত্যাগের আদেশ দিয়েছেন। তাঁর বিরুদ্ধে পথে মাতলামি, শান্তি বিঘ্নিত করা ও পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

মাতাল অবস্থায় আটক, পুলিশের ওপর হামলা

দুবাই পুলিশের বরাতে জানা যায়, জনসমাগমস্থলে মাতাল অবস্থায় থাকার কারণে ওই নারীকে আটক করা হয়। মাতলামির কারণে পরিস্থিতি অশান্ত হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ কর্মকর্তারা পৌঁছানোর পর তিনি মারমুখী আচরণ করেন, গালিগালাজ করেন এবং একাধিক পুলিশ কর্মকর্তার ওপর শারীরিকভাবে হামলা চালান

আদালতের রায় ও আইন প্রয়োগ

  • দুবাই পাবলিক প্রসিকিউশন দ্রুত মামলাটি আদালতে পাঠায়।
  • ‘পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার গুরুত্ব বিবেচনায়’ আদালত ছয় মাসের কারাদণ্ড, জরিমানা ও আমিরাত থেকে বহিষ্কারের আদেশ দেন।
  • মামলার দেওয়ানি অপরাধ সংক্রান্ত নথিপত্র দেওয়ানি আদালতে পাঠানো হয়েছে
  • আদালতের রায়ে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতি সম্মান প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ

সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া ও প্রসিকিউশনের বক্তব্য

এ রায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে মনে করছেন, ওই নারীর বিরুদ্ধে নেওয়া আইনগত পদক্ষেপটি কঠোর বা অন্যায়। তবে দুবাই পুলিশ ও পাবলিক প্রসিকিউশন বলছে, আইন সবার জন্য সমান এবং জাতীয়তা বা স্থান নির্বিশেষে কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

এ ঘটনা দুবাইয়ের শৃঙ্খলা ও কঠোর আইন প্রয়োগের উদাহরণ হিসেবে আলোচিত হচ্ছে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531