ঢাকা,  শুক্রবার
১৪ মার্চ ২০২৫

Advertisement
Advertisement

মাগুরায় যৌন নির্যাতনের শিকার শিশুটি মারা গেছে

প্রকাশিত: ১৪:০৬, ১৩ মার্চ ২০২৫

আপডেট: ১৫:৪২, ১৩ মার্চ ২০২৫

মাগুরায় যৌন নির্যাতনের শিকার শিশুটি মারা গেছে

শিশুর উপর নির্যাতন

মাগুরায় যৌন নির্যাতনের শিকার শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সে শেষ নিশ্বাস ত্যাগ করে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, শিশুটির চিকিৎসায় সর্বাধুনিক ব্যবস্থা গ্রহণ করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হলে দুবার তাকে স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।

নির্যাতনের ঘটনা ও চিকিৎসার দীর্ঘ লড়াই
গত ৬ মার্চ মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়। ৭ মার্চ তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

৮ মার্চ রাত থেকে শিশুটিকে লাইফ সাপোর্টে রাখা হয়। ৯ মার্চ সন্ধ্যায় তাকে সিএমএইচে স্থানান্তর করা হয় এবং পরদিন পেডিয়াট্রিক আইসিইউতে রাখা হয়।

অবশেষে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531