
জাকাত
জাকাতের হিসাব করা অনেকের জন্যই সময়সাপেক্ষ ও জটিল হতে পারে। তবে সরকারিভাবে নির্মিত অনলাইন জাকাত ক্যালকুলেটর ব্যবহারের মাধ্যমে এখন সহজেই নির্ভুল হিসাব করা সম্ভব। যাদের সম্পদের বৈচিত্র্য বেশি, তারা খাতা-কলম নিয়ে দীর্ঘ সময় ব্যয় না করে সহজেই এই ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।
কীভাবে কাজ করবে এই ক্যালকুলেটর?
-
আপনার নগদ টাকা, স্বর্ণ, রুপা, বাণিজ্যিক সম্পদ, কৃষিজাত পণ্য ও পশুসম্পদের পরিমাণ নির্দিষ্ট ফরমে লিখুন।
-
দেনা-পাওনা ও জাকাতের আওতার বাইরের সম্পদ উল্লেখ করুন।
-
ক্যালকুলেটর স্বয়ংক্রিয়ভাবে হিসাব করে আপনার মোট সম্পদ থেকে দেনা ও অব্যাহতি পাওয়া সম্পদ বাদ দিয়ে প্রদেয় জাকাতের পরিমাণ নির্ধারণ করবে।
-
পিডিএফ ফাইল আকারে সংরক্ষণ করুন বা প্রিন্ট করে নিন।
জাকাত ক্যালকুলেটরে হিসাব করার অপশন
✅ নগদ অর্থ – হাতে থাকা নগদ টাকা, ব্যাংক জমা, শেয়ার, সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড।
✅ স্বর্ণ/রুপা – অলংকারসহ সব ধরণের স্বর্ণ ও রুপার বর্তমান বাজারমূল্য।
✅ বাণিজ্যিক সম্পদ – ব্যবসার জন্য রাখা পণ্য, জমি, ফ্ল্যাট ও গাড়ির বাজারমূল্য।
✅ উৎপাদিত কৃষিজাত ফসল – বৃষ্টির পানিতে উৎপাদিত ফসলের ১/১০ অংশ ও সেচের পানিতে উৎপাদিত ফসলের ১/২০ অংশ।
✅ পশুসম্পদ – গবাদিপশু, হাঁস-মুরগি ও মাছ চাষের জন্য নির্ধারিত জাকাতের হিসাব।
উদাহরণস্বরূপ:
-
নগদ অর্থ, স্বর্ণ, বাণিজ্যিক সম্পদের উপর ২.৫% হারে জাকাত।
-
কৃষিজাত ফসলের জন্য বৃষ্টিতে ১০% ও সেচে ৫% হারে জাকাত।
-
নির্দিষ্ট পরিমাণের বেশি গবাদিপশুর জন্য পৃথক হারে জাকাত।