ঢাকা,  বৃহস্পতিবার
০৩ এপ্রিল ২০২৫

Advertisement
Advertisement

বাংলাদেশেও বড় ভূমিকম্পের আশঙ্কা: সতর্কবার্তা ফায়ার সার্ভিসের

প্রকাশিত: ১৬:৩৯, ২৯ মার্চ ২০২৫

আপডেট: ১৬:৫৬, ২৯ মার্চ ২০২৫

বাংলাদেশেও বড় ভূমিকম্পের আশঙ্কা: সতর্কবার্তা ফায়ার সার্ভিসের

ভূমিকম্প

মিয়ানমার ও থাইল্যান্ডে গতকাল শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক হতাহতের পর বাংলাদেশেও বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে ফায়ার সার্ভিস সদর দপ্তর। আজ শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এই সতর্কবার্তা দেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে, যার মাত্রা ছিল যথাক্রমে ৭.৭ ও ৬.৪ রিখটার স্কেলে। এতে দেশ দুটি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। বাংলাদেশেও একই ধরনের বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভূমিকম্প মোকাবিলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ: বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন তৈরি করা এবং ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবনগুলোর সংস্কার করা।

  • অগ্নি-প্রতিরোধ ব্যবস্থা জোরদার: বহুতল ও বাণিজ্যিক ভবনগুলোতে অগ্নি-প্রতিরোধের ব্যবস্থা আরও কার্যকর করা।

  • নিরাপত্তা নিশ্চিতকরণ: গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন ঠিকঠাক আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করা।

  • জরুরি যোগাযোগ: ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ, হাসপাতালসহ অন্যান্য জরুরি টেলিফোন নম্বর ব্যক্তিগতভাবে সংরক্ষণ করা এবং ভবন বা স্থাপনায় দৃশ্যমান স্থানে লিখে রাখা।

  • প্রয়োজনীয় উপকরণ সংরক্ষণ: বাসাবাড়িতে জরুরি প্রয়োজনে টর্চলাইট, রেডিও (অতিরিক্ত ব্যাটারিসহ), বাঁশি, হ্যামার, হেলমেট, শুকনা খাবার, সুপেয় পানি, প্রয়োজনীয় ওষুধ ও শিশুযত্নের সামগ্রী নির্ধারিত স্থানে সংরক্ষণ করা।

ভূমিকম্পের ঝুঁকি এড়াতে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা জরুরি বলে মনে করছে ফায়ার সার্ভিস।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531