ঢাকা,  বৃহস্পতিবার
০৩ এপ্রিল ২০২৫

Advertisement
Advertisement

চীনের সহায়তায় বাংলাদেশে আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে

প্রকাশিত: ১৬:৪১, ৩০ মার্চ ২০২৫

আপডেট: ১৯:০৪, ৩০ মার্চ ২০২৫

চীনের সহায়তায় বাংলাদেশে আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে

চীনের প্রেসিডেন্ট ও ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান জানিয়েছেন, চীনের বিনিয়োগে বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে।

আজ (রোববার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চীন সফর উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকারের অনুরোধে চীন দ্রুত হাসপাতাল নির্মাণে সম্মত হয়েছে এবং শিগগিরই নির্মাণ কার্যক্রম শুরু হবে।

প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার রোগী উন্নত চিকিৎসার জন্য ভারতসহ বিভিন্ন দেশে যান। এ বিষয়ে এক গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, গত ডিসেম্বরে চীনের কুনমিং সফরে তিনি চীনের কো-অপারেশন মিনিস্টারের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন বাংলাদেশের রোগীদের জন্য সেখানে চিকিৎসার সুযোগ প্রসারিত করার অনুরোধ করা হয়।

চীনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ হিসেবে চারটি হাসপাতাল নির্ধারণ করা হয়, যার মধ্যে ফার্স্ট পিপলস হাসপাতাল তিনি নিজে পরিদর্শন করেন। গত ১০ মার্চ বাংলাদেশ থেকে একটি দল চিকিৎসার জন্য সেখানে যায়।

তিনি আরও বলেন, কুনমিংয়ে যেতে মাত্র ২ ঘণ্টা সময় লাগে এবং সেখানকার হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা ও পরিবেশ অত্যন্ত উন্নত। তবে বাংলাদেশে নিজস্ব উচ্চমানের হাসপাতাল থাকা জরুরি। এ কারণে চীন সরকারের কাছে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের অনুরোধ জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531