ঢাকা,  বৃহস্পতিবার
০৩ এপ্রিল ২০২৫

Advertisement
Advertisement

ইসরায়েলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি

প্রকাশিত: ১৭:৩৯, ৩০ মার্চ ২০২৫

ইসরায়েলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি

ক্ষেপণাস্ত্র

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়েছে, ফলে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার হামলার আগে ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়। ইসরায়েলের মধ্যাঞ্চল, জেরুজালেমের আশপাশের শহর ও পশ্চিম তীরে হামলার উচ্চ সতর্কতা জারি করা হয়।

গত ১৮ মার্চ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে নতুন হামলা শুরু করে ইসরায়েল, যেখানে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হন এবং বহু মানুষ আহত হন। এর প্রতিশোধ হিসেবে ইয়েমেনের হুথিরা ইসরায়েলে হামলা চালায়। এ নিয়ে গত কয়েক দিনে অষ্টমবারের মতো তারা ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধের পর থেকে হুথিরা ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলি ও মার্কিন জাহাজে হামলা চালিয়ে আসছে। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হুথিরা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যান নেতৃত্বাধীন যুদ্ধজাহাজ বহরে অন্তত তিনবার হামলা চালিয়েছে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531