
ড. খলিলুর রহমান
প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ প্রসারে চীন ইতিবাচক সাড়া দিয়েছে। বর্তমানে বিপুলসংখ্যক শিক্ষার্থী চীনে পড়াশোনা করছেন, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।
রোববার (৩০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর অতিক্রম হয়েছে। ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে পানিসম্পদ ব্যবস্থাপনা ও শিল্পায়নকে ভিত্তি হিসেবে নেওয়া হয়েছে। শিক্ষা খাতেও সহযোগিতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে।
ড. খলিলুর রহমান জানান, প্রধান উপদেষ্টা পিকিং বিশ্ববিদ্যালয়ে বলেছেন, বাংলাদেশ হাজার হাজার শিক্ষার্থী চীনে পাঠাতে চায়। আগামী এপ্রিল মাসে কুনমিং শহরের গভর্নর বাংলাদেশ সফরে আসছেন, যেখানে শিক্ষা বিষয়ক সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হবে।
এছাড়া, দুই দেশের সাংস্কৃতিক ও শিক্ষাগত সংযোগ বাড়াতে ঢাকা ও চীনে দুটি কালচারাল সেন্টার স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।