
ঝড় বৃষ্টি
দেশের ৮ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে একাধিক তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ২ থেকে ৪টি মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এপ্রিল মাসে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হলেও তাপমাত্রা বেশি থাকতে পারে। বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এ মাসে সর্বোচ্চ ৩টি তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে। সেই সঙ্গে ৫ থেকে ৭ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।