ঢাকা,  শনিবার
০৫ এপ্রিল ২০২৫

Advertisement
Advertisement

রাশিয়া-যুক্তরাষ্ট্র সংঘাত: যুদ্ধবিরতির শর্ত মানতে নারাজ মস্কো

প্রকাশিত: ২০:০৯, ২ এপ্রিল ২০২৫

রাশিয়া-যুক্তরাষ্ট্র সংঘাত: যুদ্ধবিরতির শর্ত মানতে নারাজ মস্কো

ট্রাম্প-পুতিন

ইউক্রেন যুদ্ধের ‘মূল কারণগুলোর’ সমাধান না হলে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে রাশিয়া। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ মঙ্গলবার এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাব গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হলেও এতে রাশিয়ার প্রধান দাবিগুলো অন্তর্ভুক্ত করা হয়নি। এর মধ্যে অন্যতম হলো ইউক্রেনের ন্যাটো সদস্যপদ প্রত্যাহার এবং কিছু ভূখণ্ড থেকে ইউক্রেনীয় বাহিনীর সরে যাওয়া।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের উদ্যোগ নিলেও তাতে বিশেষ অগ্রগতি হয়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগের দাবি জানিয়েছেন।

এদিকে, ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে ৩৫০ কোটি ইউরো সহায়তা দিয়েছে, যা তাদের প্রতিরক্ষা কার্যক্রমে ব্যবহৃত হবে। ইইউ ২০২৭ সাল পর্যন্ত ৫ হাজার কোটি ইউরো সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে।

অন্যদিকে, সুইজারল্যান্ড রাশিয়ার ৮৪০ কোটি ডলারের সম্পদ অবরুদ্ধ করেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মস্কোর সম্পদ জব্দ করে আসছে পশ্চিমা দেশগুলো।

মস্কোর দাবি, সংঘাত নিরসনে মূল সমস্যাগুলোর সমাধান জরুরি। তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে তা অন্তর্ভুক্ত না থাকায় আপাতত যুদ্ধবিরতির পক্ষে নেই রাশিয়া।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531