ঢাকা,  রোববার
০৬ এপ্রিল ২০২৫

Advertisement
Advertisement

ঈদ উপলক্ষে ৭ দিনে ঢাকা ছেড়েছেন ১ কোটির বেশি মানুষ: মোবাইল সিম ব্যবহারকারীর হিসাব বলছে রাজধানী প্রায় ফাঁকা

প্রকাশিত: ১৫:২৬, ৫ এপ্রিল ২০২৫

ঈদ উপলক্ষে ৭ দিনে ঢাকা ছেড়েছেন ১ কোটির বেশি মানুষ: মোবাইল সিম ব্যবহারকারীর হিসাব বলছে রাজধানী প্রায় ফাঁকা

ঢাকা ফাঁকা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি পেয়ে রাজধানী ঢাকা ছেড়েছেন বিপুল সংখ্যক মানুষ। কেউ পরিবার নিয়ে গ্রামে, কেউবা বেড়াতে গেছেন দেশের বাইরে। সরকারি হিসাব অনুযায়ী, ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ৭ দিনে মোট ১ কোটি ৭ লাখ ২৯ হাজার ১৫৫ জন মোবাইল সিমধারী ঢাকার বাইরে গেছেন।

এই তথ্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন। তিনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)–এর তথ্য উদ্ধৃত করে লেখেন, ঈদের ছুটির সাত দিনে ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন, বিপরীতে ঢাকায় প্রবেশ করেছেন ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯ জন সিমধারী

তবে ‘সিমধারী’ বলতে এখানে একক (ইউনিক) মোবাইল ব্যবহারকারীকে বোঝানো হয়েছে। অর্থাৎ প্রকৃত সংখ্যাটি আরও বেশি হতে পারে, কারণ এসব ব্যবহারকারীর সঙ্গে শিশু, প্রবীণ বা মোবাইল ব্যবহার না করা আরও অনেকে থাকতে পারেন।

ফয়েজ আহমদের পোস্ট অনুযায়ী:

  • ২৮ মার্চ থেকে ৩১ মার্চ (ঈদের দিন) পর্যন্ত ঢাকা ছেড়েছেন ৭৭ লাখ ৪৫ হাজার ৯৮৫ জন

  • ১ থেকে ৩ এপ্রিল ঢাকা ছেড়েছেন ২৯ লাখ ৮৩ হাজার ১৭০ জন

  • সবচেয়ে বেশি ২৩ লাখ ৯৪ হাজার ৪৬১ জন ঢাকা ছেড়েছেন ৩০ মার্চ

ঈদের পর ঢাকায় মানুষ ফিরতে শুরু করেছেন। শুধুমাত্র ৪ এপ্রিল (শুক্রবার) ঢাকায় ফিরেছেন ৯ লাখ ৯৮ হাজার ৫৭৯ জন সিমধারী। আগামীকাল রোববার (৬ এপ্রিল) থেকে অফিস–আদালত খুলছে, ফলে ঢাকামুখী মানুষের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বুয়েটের পরিবহনবিশেষজ্ঞ অধ্যাপক মো. হাদীউজ্জামানের ২০২৩ সালের এক সমীক্ষা অনুযায়ী, ঈদের আগের চার দিনে ঢাকা ছাড়েন প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ—যা সিমভিত্তিক বর্তমান পরিসংখ্যানের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়।

এই বিপুল সংখ্যক মানুষের যাত্রা ঢাকার জনজীবনে তৈরি করেছে এক ধরনের ফাঁকা শহরের আবহ, আবার ঈদ শেষে ফিরতি যাত্রায় দেখা যাচ্ছে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে রাজধানী।

Advertisement
Advertisement

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531