ঢাকা,  বৃহস্পতিবার
১৭ এপ্রিল ২০২৫

Advertisement
Advertisement

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাস ঘিরে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ১৫:৩৩, ৭ এপ্রিল ২০২৫

আপডেট: ১৪:৫২, ৮ এপ্রিল ২০২৫

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাস ঘিরে শিক্ষার্থীদের বিক্ষোভ

মার্কিন দূতাবাস

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকায় একাধিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ বেলা পৌনে ২টা পর্যন্ত চলছিল।

গুলশানে মার্কিন দূতাবাসের উল্টোদিকে পদচারী সেতুর সামনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। তাঁরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘আমরা কারা, তোমরা কারা—ফিলিস্তিন ফিলিস্তিন’ স্লোগানে গাজায় হামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে একদল তরুণ মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে মিছিল বের করে অবস্থান নেন, ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ সদস্যরা মোতায়েন থাকেন।

এছাড়াও প্রেসিডেন্স ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস) এবং বাংলাদেশ নৌ-বাহিনী কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নিয়ে মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেয়।

সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনা সদস্যরা মার্কিন দূতাবাস এলাকায় মানবপ্রাচীর তৈরি করে রেখেছেন এবং ওই পথে চলাচলকারী ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, সকাল ১০টা থেকে ভাটারা থানা এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে, যা এখনো চলছে। ছোট ছোট দলে বিক্ষোভকারীরা এসে প্রতিবাদ জানিয়ে চলে যাচ্ছেন।

Advertisement
Advertisement

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531