ঢাকা,  শুক্রবার
১৮ এপ্রিল ২০২৫

Advertisement
Advertisement

নিবন্ধনের সময়সীমা পেছাতে চায় এনসিপি, ইসিতে শিগগিরই আবেদন

প্রকাশিত: ১৩:৪০, ৯ এপ্রিল ২০২৫

আপডেট: ০৯:৪৯, ১০ এপ্রিল ২০২৫

নিবন্ধনের সময়সীমা পেছাতে চায় এনসিপি, ইসিতে শিগগিরই আবেদন

এনসিপি

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য নির্ধারিত ২০ এপ্রিল সময়সীমার মধ্যে প্রস্তুতি শেষ করতে পারছে না। এজন্য তারা সময়সীমা পেছানোর আবেদন করতে যাচ্ছে। এনসিপির শীর্ষ নেতারা জানিয়েছেন, দলটির পক্ষ থেকে শিগগিরই এ বিষয়ে ইসির সঙ্গে আলোচনা করা হবে এবং আবেদন জমা দেওয়া হবে।

গত ১০ মার্চ ইসি নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে এবং ২০ এপ্রিল আবেদন জমার শেষ সময় নির্ধারণ করে। তবে এনসিপি মনে করছে, এই সময়সীমা তাদের প্রস্তুতির তুলনায় খুবই কম, এবং এভাবে সময় বেঁধে দেওয়া দলটিকে "ক্ষতিগ্রস্ত" করার একটি পদক্ষেপ হতে পারে বলে মনে করেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

? দুই মাসের মধ্যে প্রস্তুতির লক্ষ্য

এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা জানিয়েছেন, দলটি আগামী দুই মাসের মধ্যে নিবন্ধনের শর্ত অনুযায়ী কেন্দ্রীয় কার্যালয়সহ প্রয়োজনীয় জেলা ও উপজেলা কার্যালয়, দলীয় কমিটি এবং গঠনতন্ত্র চূড়ান্ত করতে চায়। এ লক্ষ্যে একটি নিবন্ধন প্রস্তুতি টিম গঠন করা হয়েছে, যা ইসির সঙ্গে দ্রুত যোগাযোগে যাবে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব

? সংগঠন বিস্তারে তৎপর এনসিপি

গত ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এনসিপি। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত এই দলের কেন্দ্রীয় কমিটি ইতোমধ্যে গঠন করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ে কমিটি মোটামুটি প্রস্তুত থাকলেও জেলা পর্যায়ের কাঠামো এখনো গোছানো বাকি। এজন্য খুব শিগগিরই বিভাগীয় সমন্বয়ক টিম গঠন করা হবে।

? নতুন শাখা ও কর্মপরিকল্পনা

এপ্রিল মাসেই এনসিপির যুব শাখা আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ইতোমধ্যে ২৩ মার্চ শ্রমিক শাখার সমন্বয়ক কমিটি গঠিত হয়েছে। দলটির নারী শাখা, পেশাজীবী উইং, এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি বিশেষ ফোরাম গঠনের কাজ চলমান রয়েছে।

? আদালতের আদেশ

উল্লেখ্য, রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে ইসির গণবিজ্ঞপ্তির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়। আদালত ১৮ মার্চ রুল জারি করে এবং বিজ্ঞপ্তির কার্যকারিতা রিট আবেদনকারীর জন্য স্থগিত করে। তবে এই আদেশ এনসিপির ক্ষেত্রে প্রযোজ্য নয়।

নিবন্ধনের সময়সীমা নিয়ে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে সময় পেছানোর উদ্যোগ নিচ্ছে এনসিপি। প্রয়োজনীয় সাংগঠনিক কাঠামো এবং শর্ত পূরণ করে নিবন্ধন নিশ্চিত করতে দলটি পরবর্তী দুই মাসকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

Advertisement
Advertisement

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531