
ইহুদি তৎপরতা
পাসওভার বা ফেসাহ উপলক্ষে ইহুদি উগ্রপন্থীদের আল-আকসা মসজিদ এবং এর আশপাশে বাড়তে থাকা তৎপরতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন জেরুজালেম বিষয়ক বিশ্লেষক ফাখরি আবু দিয়াব। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, ডোম অফ দ্য রক-এ চরমপন্থী ইহুদি গোষ্ঠীর উপস্থিতি এবং কার্যকলাপ আসলে একটি সুপরিকল্পিত ইহুদিকরণ প্রক্রিয়ারই অংশ।
চরমপন্থী গোষ্ঠীর অপতৎপরতা
আবু দিয়াব জানান, পাসওভারের ছুটি ঘিরে চরমপন্থী ইহুদি সংগঠনগুলো অভূতপূর্ব তৎপরতা শুরু করেছে। তারা:
-
আল-আকসা প্রাঙ্গণে বারবার প্রবেশ করছে,
-
প্রকাশ্যে তালমুদি ধর্মীয় অনুষ্ঠান পালন করছে,
-
এমনকি ডোম অফ দ্য রক মসজিদের কাছে কোরবানির জন্য দুম্বা জবাইয়ের চেষ্টাও চালিয়েছে।
তিনি এটিকে ‘সবচেয়ে বিপজ্জনক উস্কানিমূলক পদক্ষেপ’ বলে আখ্যায়িত করেন, যা সরাসরি আল-আকসা মসজিদের পবিত্রতা ও স্থিতিশীলতা হুমকির মুখে ফেলছে।
পুলিশ ও মন্ত্রিসভার পৃষ্ঠপোষকতা
ফাখরি আবু দিয়াবের মতে, এসব তৎপরতায় ইসরায়েলি দখলদার পুলিশের সরাসরি সহায়তা রয়েছে এবং চরমপন্থী ইহুদি মন্ত্রিসভার রাজনৈতিক সমর্থনও রয়েছে। এই সমর্থনের ফলে তারা আরও সাহস পাচ্ছে এবং আক্রমণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে।
আন্তর্জাতিক নিস্ক্রিয়তা ও মুসলিম বিশ্বের ভূমিকা
বিশেষজ্ঞ আবু দিয়াব আক্ষেপ করে বলেন, “আরব ও মুসলিম বিশ্বের নীরবতা ইহুদি চরমপন্থীদের সাহস জুগিয়ে চলেছে। তাদের এই নিষ্ক্রিয়তা আক্রমণকারীদের পরিকল্পনাকে সহজ করে তুলেছে।”
প্রতিরোধের আহ্বান
তিনি আল-আকসা মসজিদ রক্ষায় মুসলিম জনসাধারণের সক্রিয় ভূমিকার উপর জোর দেন এবং বলেন, “এই পবিত্র স্থান রক্ষায় ব্যাপক জনসমাবেশ ঘটাতে হবে।” একইসঙ্গে তিনি আরব ও মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
পাসওভার উপলক্ষে বিপজ্জনক প্রস্তুতি
এ বছর পাসওভার শুরু হয়েছে ১২ এপ্রিল শনিবার সন্ধ্যায়, যা চলবে এক সপ্তাহ ধরে। এরই মধ্যে 'টেম্পল গ্রুপ' নামক উগ্র ইহুদি সংগঠনগুলো আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে পশু কোরবানির আয়োজন করার চেষ্টা করছে, যা স্পষ্টতই উস্কানিমূলক এবং সংঘাত সৃষ্টির উদ্দেশ্যপূর্ণ প্রয়াস।