ঢাকা,  শনিবার
২৬ এপ্রিল ২০২৫

Advertisement
Advertisement

সীমান্ত উত্তেজনার মধ্যেই পাকিস্তানে বিএসএফ জওয়ান আটক, ভারত-পাকিস্তান সম্পর্ক আরও তলানিতে

প্রকাশিত: ১৯:২৭, ২৪ এপ্রিল ২০২৫

সীমান্ত উত্তেজনার মধ্যেই পাকিস্তানে বিএসএফ জওয়ান আটক, ভারত-পাকিস্তান সম্পর্ক আরও তলানিতে

ভারত-পাকিস্তান

পেহেলগামে ভয়াবহ হামলার রেশ কাটতে না কাটতেই নতুন করে ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়িয়েছে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক কনস্টেবলের পাকিস্তানে প্রবেশ এবং আটক হওয়ার ঘটনা। পাকিস্তানের আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্স তাকে আটক করে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া

অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ১৮২ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পিকে সিং, গতকাল বুধবার সামরিক পোশাক পরিহিত অবস্থায় পাঞ্জাবের ফিরোজপুর সীমান্ত দিয়ে ভুল করে পাকিস্তানে প্রবেশ করেন। স্থানীয় কৃষকদের সহায়তা করতে গিয়ে তিনি পথভ্রষ্ট হন। তার সঙ্গে একটি রাইফেলও ছিল। এরপর পাকিস্তান রেঞ্জার্স তাকে আটক করে।

কূটনৈতিক আলোচনায় মুক্তির চেষ্টা

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি দুই দেশের সেনা ও কূটনৈতিক স্তরে আলোচনা চলছে এবং কনস্টেবলকে নিরাপদে ফিরিয়ে আনতে সবধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনা এমন এক সময় ঘটেছে, যখন দুই দেশের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।

পেহেলগাম হামলা ও পাল্টা পদক্ষেপ

গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয়:

  • সিন্ধু নদীর পানি চুক্তি বাতিলের ঘোষণা

  • বিশেষ ভিসা সুবিধা ও সার্ক ভিসা প্রকল্প বাতিল

  • পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা

  • আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ ঘোষণা

পাকিস্তানের পাল্টা ব্যবস্থা

এই পদক্ষেপগুলোর প্রতিক্রিয়ায় আজ বৃহস্পতিবার ইসলামাবাদও পাল্টা ঘোষণা দিয়েছে:

  • সিমলা চুক্তি বাতিল

  • ভারতীয় বিমানের পাকিস্তানের আকাশসীমায় প্রবেশে নিষেধাজ্ঞা

  • ভারতের সঙ্গে সবধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত

পাকিস্তানের তরফ থেকে আরও বলা হয়, চলমান উত্তেজনার জন্য সম্পূর্ণ দায়ভার ভারতের ওপরই বর্তায় এবং তারা প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ নিতে প্রস্তুত।

Advertisement
Advertisement

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531