ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী দিলজিৎ কৌর যখন রিয়ালিটি শো ‘বিগ বস’-এ অংশ নেন। তখন থেকে তার জনপ্রিয়তা আরও ছড়িয়ে পড়ে। গত বছরই ব্যবসায়ী নিখিল প্যাটেলকে বিয়ে করেন দিলজিৎ। তবে বছর না ঘুরতেই বিচ্ছেদ নিয়ে জল্পনা শুরু হয়।
তবে এবার সেই গুঞ্জন আরও উসকে দিলেন অভিনেত্রী। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে নিখিল প্যাটেলের সব ছবি সরিয়ে দিয়েছেন দলজিৎ।
২০০৯ সালে অভিনেতা শালিন ভানতে বিয়ে করেন দিলজিৎ। এই সংসারে তাদের এক সন্তান আছে। ২০১৫ সালে শালিন ও দিলজিতের বিচ্ছেদ হয়। এরপর গত বছর দ্বিতীয়বার বিয়ে করেছিলেন অভিনেত্রী।
২০০৪ সালে ‘মিস পুনে’ প্রতিযোগিতায় জয়ের পর অভিনয়ে পা রাখেন দিলজিৎ। ছোট পর্দায় তিনি ‘কুলবদ্ধু’, ‘ইস পেয়ার কো কেয়া না দু?’ ইত্যাদি সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পান। দিলজিৎ ‘বিগ বস’ ছাড়াও আরেকটি রিয়ালিটি শো ‘নাচ বলিয়ে’-তেও অংশ দিলজিৎ। পরে এ প্রতিযোগিতায় বিজয়ীও হন তিনি।