বাংলাদেশের টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী রুনা খানের ওজন কমানোর গল্প আগেই জেনেছে সবাই। এর পর থেকে এই অভিনেত্রীকে নিয়ে আলোচনা বাড়তে থাকে। তার ওজন কমানো এই অভিনেত্রী বিভিন্ন সময়ে নতুন সব স্থিরচিত্র অন্তর্জালে প্রকাশ করেও আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছেন। সোমবার দুপুরেও রুনা পোস্ট করেন কয়েকটি স্থিরচিত্র। যা ঘিরে চলছে আলোচনা। রুনা খানের প্রকাশিত ও অপ্রকাশিত কয়েকটি স্থিরচিত্র।
কারণ হিসেবে রুনা বললেন, বাংলাদেশের মেকআপে অন্য রকম একটা ব্যাপার আছে, মোটা আইল্যাশ পরাবে। চোখের ওপর গ্লস দিয়ে ভরে ফেলবে। পারলার টাইপের মেকআপ যেটাকে বলে।
আমি ধরে দেখিয়ে দিয়েছি, আমি দীপিকার এই লুক, প্রিয়াঙ্কার নো মেকআপ লুকটা চাই। চোখের পাপড়িটা চাই। চেহারার পুরো ব্যাপারটা যেন বোঝা যায়। এ চাওয়াটা ছিল।
রুনা খান বললেন, চাইলেই তো আর প্রিয়াঙ্কা, দীপিকা ও ক্যাটরিনার মতো সবকিছু সম্ভব নয়। কারণ, ওরা তো আমাদের চেয়ে হাজার গুণ পেশাদার। তাদের কাজের ধরনও আমাদের চেয়ে অনেকটা এগিয়ে।
তারপর লুকওয়াইজ কাছাকাছি কিছু একটা করার চেষ্টা করেছি। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে যতটা ধরা যায়।