ঢাকা,  মঙ্গলবার
১৭ সেপ্টেম্বর ২০২৪

Advertisement
Advertisement

আমি ফেসবুক ব্যবহার করি না: বিপাশা

প্রকাশিত: ১০:০১, ১১ আগস্ট ২০২৪

আমি ফেসবুক ব্যবহার করি না: বিপাশা

বিপাশা হায়াত

বিপাশা হায়াত ফেসবুক ব্যবহার করেন না। তাঁর কোনো ফেসবুক পেজ নেই। অথচ তাঁর নাম ব্যবহার করে একটি ফেসবুক পেজ থেকে ক্রমাগত রাজনৈতিক পোস্ট দেওয়া হচ্ছে। এসবের কিছুই জানেন না বিপাশা হায়াত।

শনিবার সকালে বিপাশা হায়াত নামের সেই ফেসবুক পেজ থেকে জাতীয় সংগীত ও নানান বিতর্কিত বিষয় নিয়ে পোস্ট দেওয়া হয়েছে! এতে এই অভিনয়শিল্পী বিব্রত ও বিস্মিত। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে স্ক্রিনশট শেয়ার করে বিপাশা লিখেছেন, ‘আমি ফেসবুক ব্যবহার করি না। ইনস্টাগ্রাম হচ্ছে একমাত্র সামাজিক যোগাযোগমাধ্যম, যেখান থেকে আমি আমার ভাবনা ও কর্ম শেয়ার করি।’

অসত্য পেজ থেকে ফেসবুক পোস্ট দেওয়া নিয়ে কথা হয় বিপাশার সঙ্গে। বিশেষ ধরনের শিশুদের কল্যাণে এবং সমাজসেবামূলক একটি আয়োজনে অংশ নিতে এ মুহূর্তে তিনি আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। বিপাশা বললেন, ‘ফেসবুকে আমার নাম ব্যবহার করে যেসব পোস্ট দেওয়া হচ্ছে, সেটি আমি নই। যার কিছুই আমি জানি না এবং এসবের কী উদ্দেশ্য, তা–ও আমার বোধগম্য নয়।’

বিপাশা আরও বললেন, ‘আমার নামে অসত্য ফেসবুক কে ব্যবহার করছে, তা আমি জানি না। এটা কার রাজনৈতিক দর্শন, তা-ও আমার জানা নেই। সেটা ভালো কি খারাপ, তা-ও আমার জানার দরকার নেই। কিন্তু এটা বলতে পারি, এসব মোটেও আমার দর্শন না। এই রাজনৈতিক দর্শনও আমার না। আমার নামে কোনো ফেসবুক পেজ নেই। এসব নেতিবাচক প্রচারণার দায় আমার নয়।’

একটা সময় অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও এখন সেই মাধ্যমে নেই তিনি। লেখালেখি ও চিত্রকর্ম—এই দুই মাধ্যমে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। বরাবরই নিজের কর্মক্ষেত্রে ব্যস্ত থাকতে পছন্দ করেন বিপাশা। বললেনও তা–ই, ‘আমি আমার কাজটাই করতে ভালোবাসি, যে কাজটা আমার, সেটাই করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।’

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531