এই যে নারী-পুরুষ
এই যে ধর্ম-অর্ধমের কপচানি
এর বাইরেও একটা জগৎ আছে
জানো?
কখনো সমুদ্রের সামনে গিয়ে দাঁড়িও
কখনো সুউচ্চ পাহাড়ের কাছে যেও
বা দুই পাহাড়ের মাঝখান দিয়ে
যে ছোট ঝিরি বয়ে যায়
তার সবুজ-নীলাভ পানির দিকে তাকিও
দেখবে, ওখানে সবকিছু শান্ত, স্থির, সরল
ওখানে কেউ প্রভু নয়,
কেউ দাস নয়
ওখানে ধর্মে-ধর্মে বিবাদ বাঁধে না
নারী বড়, না কি পুরুষ তা নিয়ে হয় না তর্ক
নেই কথার অহেতুক কারসাজি
কেউ ঠকায় না, কেউ ঠকে যায় না
ওখানে সব শান্ত, স্থির, ধীর
ওখানে স্রষ্টা, প্রকৃতি, ঈশ্বর-
যাই বলো না কেন-
তার সুর বড় মধুর
সেখানে বেসুরও সুর হয়ে বাজে
অসুরও পায় সম্মান।
সেই মহাবিশ্বের সামনে গিয়ে দাঁড়িও
তাঁর রঙে রং মেলাও
নিজেকে খুঁজো।
লেখা : শাশ্বতী মাথিন