ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

Advertisement
Advertisement

আমিরকে হত্যাচারের কথা স্বীকার করলেন কিরণ

প্রকাশিত: ১৮:৩৩, ১২ জানুয়ারি ২০২৫

আমিরকে হত্যাচারের কথা স্বীকার করলেন কিরণ

আমির ও কিরণ

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও কিরণ রাওয়ের বিবাহবিচ্ছেদ হয়েছে বেশ কয়েক বছর। যদিও প্রাক্তন স্ত্রীর সঙ্গে এখনও বন্ধুত্ব বজায় রেখেছেন নায়ক। একসঙ্গে কাজও করেন তারা। তবে সম্পর্কে থাকার সময় আমিরের ওপর নাকি অত্যাচার চালাতেন কিরণ রাও; কিন্তু কেন করতেন, তা নিজেই জানিয়েছেন তিনি।


তখন ‘ধোবি ঘাট’ ছবির শ্যুটিং চলছে। ২০১০-এ সেই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে হাতেখড়ি হয় কিরণের। তার প্রথম ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন আমির। সেই সময়ই আমিরের ওপর বেশ অত্যাচার করছেন কিরণ।

কারণ হিসেবে কিরণ জানান, আমির নাকি বিভিন্ন সময় কিরণের কাজের ওপর খবরদারি করতে চাইতেন। আর তাতেই সপাট না বলে দিতেন কিরণ।

কিরণের কথায়, ‘আমার মনে হয় ‘ধোবি ঘাট’ ছবিতে দারুণ কাজ করেছে আমির। তবে ছবিটা করার সময় আমি বেশ চাপেই ছিলাম। সেই সময় আমি ওকে কিছুটা নির্যাতনও করেছি। আমির কোনো পরামর্শ দিতে আসলেই আমি বলতাম, ‘না, না, না’।’

নিজের জীবনের প্রথম ছবি, তাই খানিকটা আতঙ্কেই থাকতেন কিরণ। তার মধ্যে স্বল্প বাজেট। কিরণের কথায়, ‘সেটি অল্প বাজেটের ছবি। আতঙ্ক লাগত যে, আমি যা চাই তা করতে পারব কি না। আমি সেটে অন্য সকলের প্রতি খুব ধৈর্যশীল ছিলাম। স্পষ্টতই আমি অন্য কারও ওপর তো আর চিৎকার করতে পারব না। অন্যদের সঙ্গে কথা বলার সময় তাই সচেতন থাকতাম। কিন্তু আমিরের সঙ্গে আমার সে সব করার দরকার পড়ত না। কারণ, ও আমার স্বামী। রাগ হলে ওর ওপরেই দেখাতাম।’

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531