ঢাকা,  বুধবার
১২ মার্চ ২০২৫

Advertisement
Advertisement

আড্ড দিতে দিতে মাটিতে পড়ে যান সানী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

আড্ড দিতে দিতে মাটিতে পড়ে যান সানী

শাহবাজ সানী

ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অভিনেতার মৃত্যু হয়। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বসহ একাধিক অভিনেতা নির্মাতা ফেসবুক পোস্টে তথ্য নিশ্চিত করেছেন। সানীর মারা যাওয়ার খবর অনেককেই চমকে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ জানতে চেয়েছেন, কী হয়েছিল অভিনেতার?

জানা গেছে, রাত ১১টার দিকে বন্ধুদের নিয়ে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন শাহবাজ সানী। সেখানেই হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার পরামর্শ দিলে আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত সাড়ে তিনটায় তাঁর মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসকেরা জানান, হার্ট অ্যাটাকেই সানীর মৃত্যু হয়েছে। নির্মাতা ইমরাউল রাফাতেরকাছে আসার পরনাটক দিয়ে শোবিজে পা রাখেন শাহবাজ সানী। মৃত্যুর সময় নির্মাতা সানীর পাশেই ছিলেন।

ইমরাউল রাফাত আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘বন্ধুদের সঙ্গে আড্ডার মাঝেই অসুস্থ হয়ে পড়েন সানী। আমি দেড়টার দিকে খবর পেয়ে হাসপাতালে পৌঁছাই। কর্তব্যরত চিকিৎসকেরা চেষ্টা করেছেন। কিন্তু সানীকে আর ফেরানো গেল না।

নির্মাতা হাসিব রাখীর বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন সানী। প্রথম আলোকে রাখী বলেন, ‘তিনি শুধু ভালো একজন অভিনেতা ছিলেন না, ভালো একজন মানুষও ছিলেন। সবশেষ নাটকের শুটিংয়ে আমাকে একটা উপহার দিয়েছিলেন তিনি। সানীর জন্য উপহার কিনেছিলাম, পৌঁছে দিতে পারিনি। এই আক্ষেপ থাকবে চিরকাল।

সোমবার ভোরেই সানীকে বহনকারী লাশ গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে পৌঁছায়। সেখানেই বাদ জোহর জানাজা শেষে বাবার কবরের পাশেই তাঁকে দাফন করা হবে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531