ঢাকা,  বুধবার
১২ মার্চ ২০২৫

Advertisement
Advertisement

অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রী মৃত অবস্থায় উদ্ধার

প্রকাশিত: ১৬:০৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রী মৃত অবস্থায় উদ্ধার

অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান

অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান মারা গেছেন। মেক্সিকোর সান্তা ফেতে নিজ বাসা থেকে তার এবং তার স্ত্রী বেটসি আরাকাওয়ার লাশ পাওয়া গেছে। সান্তা ফে কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

শেরিফের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘বুধবার বিকেলে সানসেট ট্রেইলের বাসায় জিন হ্যাকম্যান এবং তার স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এখনো কোনো অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ মেলেনি, তবে তদন্ত চলছে।’

বিবিসি জানিয়েছে, জিন হ্যাকম্যানের বয়স হয়েছিল ৯৫ বছর এবং তার স্ত্রী আরাকাওয়ার বয়স ছিল ৬৩। তাদের কুকুরকেও মৃত অবস্থায় পাওয়া গেছে, যা পুরো ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সান্তা ফে শেরিফ আদান মেনডোজা স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, এই দম্পতির মৃত্যুর সঠিক কারণ ও সময় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ছয় দশকের বেশি সময়ের ক্যারিয়ারে জিন হ্যাকম্যান দুটি অস্কার, দুটি বাফটা, চারটি গোল্ডেন গ্লোব এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড জিতেছেন। ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’, ‘সুপারম্যান’, ‘দ্য রয়্যাল টেনেনবাউমস’ এবং ‘আনফরগিভেন’ সিনেমার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531