ঢাকা,  বুধবার
১২ মার্চ ২০২৫

Advertisement
Advertisement

আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের পথে মেহজাবীনের ‘সাবা’

প্রকাশিত: ১৫:২৮, ৯ মার্চ ২০২৫

আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের পথে মেহজাবীনের ‘সাবা’

মেহজাবীন

বড় পর্দায় প্রথম ছবিতেই বাজিমাত করলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটেছে তার, আর প্রথম ছবিতেই আন্তর্জাতিক অঙ্গনে দাপট দেখাচ্ছে এটি।

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বুসান ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের রেড সি ফেস্টিভ্যালসহ একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত হয়েছে ‘সাবা’

সাম্প্রতিক সাফল্যের তালিকায় নতুন সংযোজন ভারতের ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশি এই সিনেমাটি।

সামাজিক মাধ্যমে এই সাফল্যের খবর শেয়ার করে মেহজাবীন লেখেন—
"আজকের সকালটা কত সুন্দর! ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে ফিচার ফিল্ম ‘সাবা’। টিমের সকলকে অভিনন্দন!"

টিভি নাটকে দীর্ঘ ১৪ বছর সফলভাবে অভিনয়ের পর বড় পর্দায় পা রেখেছেন মেহজাবীন। ‘সাবা’তে তার সঙ্গে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনওয়ার। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন

এই অর্জন শুধু মেহজাবীনের নয়, বাংলাদেশি সিনেমার জন্যও এক অনন্য গৌরব। ‘সাবা’র সাফল্য নতুন দিগন্তের ইঙ্গিত দিচ্ছে—প্রমাণ করছে, বাংলাদেশি চলচ্চিত্র বিশ্বমঞ্চে প্রতিযোগিতায় সমানভাবে এগিয়ে যাচ্ছে

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531