ঢাকা,  বুধবার
১২ মার্চ ২০২৫

Advertisement
Advertisement

পারিবারিক বিরোধে আলোচনায় অভিনেত্রী পপি, মায়ের বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ

প্রকাশিত: ১৬:১৪, ১১ মার্চ ২০২৫

পারিবারিক বিরোধে আলোচনায় অভিনেত্রী পপি, মায়ের বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ

পপি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি সম্প্রতি পারিবারিক বিরোধের কারণে আলোচনায় এসেছেন। বাবার ছয় কাঠা জমি দখলের চেষ্টার অভিযোগে তার ছোট বোন ফিরোজা পারভিন খেয়ালি গত ৩ ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর পপিও মা, ভাই ও বোনের বিরুদ্ধে পাল্টা জিডি করেন। তবে এক মাস পেরিয়ে গেলেও কোনো সমাধান আসেনি।

পপির দাবি: জমির মালিকানা তার, তবে পরিবার দখল করে রেখেছে

পপি জানান, তার নামে জমির দলিল রয়েছে এবং তিনি সামনের অংশে ভাগ পাওয়ার অধিকারী। কিন্তু তার মা ও বোনেরা জমিটি নিজেদের দখলে রেখেছেন।

তিনি বলেন, "আমি যে ঘর তুলেছিলাম, সেখান থেকে প্রতি মাসে প্রায় ৬০ হাজার টাকা ভাড়া আসে। কিন্তু সেই ভাড়াও তারা নিয়ে নেয়। আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি, তবে আমি আইনি লড়াই চালিয়ে যাব।"

মায়ের বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ

পপি অভিযোগ করেন, তার মা মিডিয়ায় তাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছেন, যা তার সংসার ভাঙার চেষ্টা

তিনি বলেন, "আমি নিজের সবকিছু ত্যাগ করে পরিবারকে দেখেছি, অথচ আমার স্বামী ও সন্তান নিয়ে বাজেভাবে মিডিয়ায় কথা বলেছে। আমি সংসারী হয়েছি, তবে আমার শেষ আশ্রয় যিনি দিয়েছেন, তাকেও অসম্মান করা হয়েছে। এটা কোনো মা করতে পারে না।"

শ্বশুরবাড়িতে মিথ্যা তথ্য দিয়ে পপিকে ডিভোর্সের পরামর্শ

পপির অভিযোগ, তার শ্বশুরবাড়িতে ফোন করে তার মা মিথ্যাচার করেছেন এবং তার স্বামীকে তাকে ডিভোর্স দিতে বলেছেন।

"যাদের উপকার করেছি, তারাই এখন আমার ক্ষতি করছে। প্রতিনিয়ত আমাকে অসম্মান করা হচ্ছে। আমি বিয়ে করেছি, এটা আমার ব্যক্তিগত বিষয়। কিন্তু পরিবারের কারণে বারবার আমাকে ছোট হতে হচ্ছে," বলেন পপি।

এই পারিবারিক বিরোধের জেরে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531