
বিপ্লব
ব্যান্ড সংগীতের জনপ্রিয় গায়ক বিপ্লব বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন এবং পেশা হিসেবে ট্যাক্সি চালানোর কাজ করছেন। তবে গানের প্রতি তার ভালোবাসা একটুও কমেনি। নিয়মিত চর্চার পাশাপাশি নতুন গান প্রকাশের কাজও চালিয়ে যাচ্ছেন তিনি।
সম্প্রতি বিপ্লব জানিয়েছেন, দুটি নতুন গানের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর মধ্যে একটি গান প্রকাশ হবে ঈদ উৎসবে, আর অন্যটি বাংলা নববর্ষে। ঈদের গানটির শিরোনাম ‘ভালোবেসে ফেলেছি তাঁকে ইচ্ছের অধিক’, যার কথা লিখেছেন রবিউল ইসলাম।
নব্বই দশকে এলআরবি, নগর বাউলসহ জনপ্রিয় ব্যান্ডগুলোর সঙ্গে সমানতালে প্রমিথিউস ব্যান্ডেরও জনপ্রিয়তা ছিল, যেখানে বিপ্লব ছিলেন ফ্রন্টম্যান। তার সময়ের ব্যান্ড সংগীতপ্রেমীদের কাছে আইয়ুব বাচ্চু, জেমস, হাসান ও বিপ্লব—এই চারজন ছিলেন সমানভাবে আলোচিত নাম।
যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর প্রথম দিকে সংগীত থেকে কিছুটা দূরে থাকলেও বিভিন্ন উপলক্ষে তিনি গান প্রকাশ অব্যাহত রেখেছেন। ভক্তদের ভালোবাসার কথা মাথায় রেখেই এবার ঈদ ও নববর্ষ উপলক্ষে গান প্রকাশ করতে যাচ্ছেন।
একটি ভিডিও বার্তায় বিপ্লব জানান, প্রবাসজীবনে তার পেশা নিয়ে অনেকেই কটূক্তি করলেও তিনি তাতে কর্ণপাত করেন না। তিনি বলেন, "আমাকে যারা ভালোবাসেন, তারা মন খারাপ করবেন না। আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আপনারা শুধু নতুন গান শোনার জন্য প্রস্তুত থাকুন।"
ভক্তদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার জন্য চিন্তা করবেন না। নতুন গান আসছে, সেই গান শুনবেন। আমি এখন সেই গান নিয়ে প্রস্তুত হচ্ছি এবং আমার বিশ্বাস, গানগুলো আপনাদের ভালো লাগবে।"
বিপ্লবের নতুন গানগুলো তার সংগীতপ্রেমী শ্রোতাদের জন্য একটি বিশেষ উপহার হতে চলেছে।