ঢাকা,  বৃহস্পতিবার
০৩ এপ্রিল ২০২৫

Advertisement
Advertisement

ঈদে আসছে নুসরাত ফারিয়ার ‘জ্বীন ৩’, সাড়া ফেলেছে ‘কন্যা’ গান

প্রকাশিত: ১৭:৫১, ১৯ মার্চ ২০২৫

ঈদে আসছে নুসরাত ফারিয়ার ‘জ্বীন ৩’, সাড়া ফেলেছে ‘কন্যা’ গান

ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে নুসরাত ফারিয়া ও সজল অভিনীত সিনেমা ‘জ্বীন ৩’। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ইতোমধ্যে ছবির একাধিক পোস্টার ও একটি গান প্রকাশ করেছে। গত সোমবার মুক্তি পেয়েছে ছবির প্রথম গান ‘কন্যা’, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ইমরানের সুর ও সংগীতে ‘কন্যা’ গানে কণ্ঠ দিয়েছেন কনা ও ইমরান। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম। গানটির চিত্রায়নে উৎসবের আমেজ ছিল স্পষ্ট, যেখানে সজল ও নুসরাত ফারিয়ার রসায়ন ভক্তদের মন জয় করেছে।

গানটি প্রকাশের এক দিন পর বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা এটি তাঁর ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন, ‘খুবই সুন্দর। অভিনন্দন ইমরান-কনা এবং ফারিয়া ও সজল। ভালো লেগেছে।’ এ মন্তব্যে আপ্লুত হয়ে নুসরাত ফারিয়া এক ভিডিওতে আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি কাঁদতেছি, রুনা লায়লা আমাদের গান শেয়ার করেছেন।’ সজলকেও তিনি এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখান।

রুনা লায়লার পোস্টে মন্তব্য করেছেন ‘কন্যা’ গানের শিল্পী কনা ও ইমরান। কনা লিখেছেন, ‘এটা আমাদের জন্য অনেক কিছু। আপনি গানটি শেয়ার করায় নিজেদের পরিপূর্ণ মনে করছি।’ ইমরান লিখেছেন, ‘অনুভূতি প্রকাশ করতে পারছি না। আমরা অভিভূত।’ ছবির নায়ক সজল লিখেছেন, ‘আপনার প্রত্যেকটা শব্দে ভালোবাসা। ভালোবাসি ম্যাডাম।’

প্রকাশের দুই দিনের মধ্যে ‘কন্যা’ গানের ভিউ চার লাখের বেশি ছাড়িয়েছে জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউবে। তিন হাজারের বেশি মন্তব্য এসেছে, যেখানে অনেকে গানটির সুর ও কোরিওগ্রাফির প্রশংসা করেছেন।

ইনজামাম ইমন নামের একজন লিখেছেন, ‘বাহ বেশ! সজল ভাইয়ের নাচ এবং নুসরাত ফারিয়া আপুর উপস্থাপন অসাধারণ।’ নিশাত লিখেছেন, ‘নুসরাত ফারিয়াকে অসম্ভব সুন্দরী লাগছে। আর সবচেয়ে বড় কথা, ফারিয়ার অভিব্যক্তিগুলো অসাধারণ ছিল। সব মিলিয়ে ভালো লেগেছে।’ মাশরুবা জান্নাত লিখেছেন, ‘সজলকে নতুনভাবে উপস্থাপন করাটা দুর্দান্ত লেগেছে।’

তবে কিছু দর্শক গানটির সুরের সঙ্গে দেব-ইধিকার ‘খাদান’ ছবির ‘কিশোরী’ গানের মিল খুঁজে পেয়েছেন এবং মন্তব্য করেছেন। হিমু তমাল লিখেছেন, ‘“কিশোরী” গানের মিউজিকের সাথে অনেক মিল।’ অন্যদিকে, মেহেদী অভি লিখেছেন, ‘কোনো “কিশোরী” নয়, “কন্যা” হবে অনলি।’

ছবির নায়ক সজল জানিয়েছেন, ঈদে মুক্তি নিশ্চিত করতে তিনি ১০২ ডিগ্রি জ্বর নিয়েও শুটিং করেছেন। পরিচালক কামরুজ্জামান রোমান একটানা কাজ চালিয়ে ছবিটি শেষ করেছেন। সব মিলিয়ে, ‘জ্বীন ৩’ ও ‘কন্যা’ গানটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

 

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531