ঢাকা,  রোববার
০৬ এপ্রিল ২০২৫

Advertisement
Advertisement

গৃহকর্মীর মামলা মোকাবিলা করবেন পরীমনি

প্রকাশিত: ১৫:৩২, ৫ এপ্রিল ২০২৫

গৃহকর্মীর মামলা মোকাবিলা করবেন পরীমনি

পরীমনি

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে। এক বছরের সন্তানকে খাবার খাওয়ানো নিয়ে গৃহকর্মী পিংকি আক্তারকে মারধর করার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ (জিডি) দায়ের করা হয়েছে।

এই ঘটনার পর গতকাল দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন পরীমনি। প্রায় ২১ মিনিট ৬ সেকেন্ডের এই লাইভে তিনি দাবি করেন, অভিযোগ আইনিভাবে মোকাবিলা করবেন, এবং তার হাতে সব প্রমাণ আছে, কিন্তু তিনি তা প্রকাশ করছেন না কারণ তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল

লাইভে পরীমনি বলেন, “আমার পুরো পরিবারটা হলো আমার স্টাফদের নিয়ে। বিশেষ দিনে আমি তাদের নিয়েই থাকি। অভিযোগকারী ওই মেয়েটি এক মাসও হয়নি এসেছে। সে গৃহকর্মী দাবি করতেই পারে, তবে আমি বলব, সে আমার গৃহকর্মী না।”

গণমাধ্যমের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমরা কি একটু ওয়েট করতে পারতাম না? মিডিয়া যেভাবে নিউজটা ফলাও করে করেছে, যেভাবে তার (অভিযোগকারীর) ইন্টারভিউ প্রচার করা হয়েছে, তাতে মনে হয় তাকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। কেউ অভিযোগ করলেই কি তাকে সত্য ধরে নেওয়া হবে? আমি অন্যায় করলে অবশ্যই শাস্তি পাব, কিন্তু অভিযোগ প্রমাণ হওয়ার আগেই আমাকে দোষী বানানোটা কি ঠিক?”

পরীমনি জানান, গতকাল রাত ৯টা থেকে সাড়ে ৯টার দিকে পুলিশ তাঁর বাসায় এসেছিলেন, এবং বাসার সবার সঙ্গে কথা বলেছেন।

লাইভের একাধিক সময়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। শেষ দিকে তিনি বলেন, “এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন, জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া”—এমন মন্তব্য করে তিনি গণমাধ্যমকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

এই ঘটনার তদন্ত চলছে, আইনানুগ প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা যাচাইয়ের ওপরই নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531