Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /mnt/volume_sgp1_05/dikdorshon/public_html/common/config.php on line 154
মস্তিষ্কের চিপ ট্রায়ালের অনুমতি পেল মাস্কের নিউরালিংক

ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

Advertisement
Advertisement

’মস্তিষ্কের চিপ’ ট্রায়ালের অনুমতি পেল মাস্কের নিউরালিংক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৬, ২৪ নভেম্বর ২০২৪

’মস্তিষ্কের চিপ’ ট্রায়ালের অনুমতি পেল মাস্কের নিউরালিংক

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানি নিউরালিংককে তাদের উদ্ভাবিত প্রযুক্তি ‘মস্তিষ্ক চিপ’-এর ট্রায়ালের জন্য অনুমতি দিয়েছে কানাডার সরকার। নিউরালিংক তাদের নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। পৃথক এক বিবৃতিতে কানাডার ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক হসপিটাল জানিয়েছে, নিউরালিংক টরন্টো শাখায় এই চিপের মেডিকেল ট্রায়াল পরিচালনা করতে পারবে।

তবে রয়টার্স কানাডার স্বাস্থ্য বিষয়ক নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে এ ইস্যুতে যোগাযোগ করতে চাইলেও সংস্থার কোন কর্মকর্তা মন্তব্য করতে চাননি।

বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি টেসলা, মহাকাশ অভিযানের সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি স্পেস এক্স এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক নিউরালিঙ্ক কোম্পানিটি প্রতিষ্ঠা করেন ২০১৬ সালে। শুরু থেকে এই কোম্পানির লক্ষ্য মস্তিষ্ক ও প্রযুক্তির মধ্যে সরাসরি যোগাযোগের চ্যানেল তৈরি করা।
সেই লক্ষ্যে বা প্রচেষ্টার একটি ফসল মস্তিষ্ক চিপ; অর্থাৎ মানব মস্তিষ্কে এমন একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন চিপ স্থাপন করা, যার মাধ্যমে মানুষ কম্পিউটার, মোবাইল ফোন, স্মার্ট টিভি, স্মার্ট গাড়ির সঙ্গে হাত-পা না নাড়িয়ে সরাসরি সংযোগ স্থাপন করতে পারবে।

এই গবেষণা প্রকল্পের প্রথম পর্যায়ে বানর এবং শূকরের ওপর ট্রায়াল চালানো হয়েছিল। সেই ট্রায়াল সফল হওয়ার পর ২০২২ সালের ডিসেম্বরে ইলন মাস্ক ঘোষণা দেন, মানব মস্তিষ্কে এই চিপের ট্রায়াল চালাতে চান তিনি। সে সময় এক অনুষ্ঠানে মাস্ক বলেছিলেন, “যারা শারীরিকভাবে চলাচল কিংবা হাত-পায়ের পেশি সঞ্চালনে অক্ষম, মূলত তাদের সমস্যা বিবেচনা করেই এ প্রকল্প নেওয়া হয়েছে। তারাই আমাদের প্রাথমিক লক্ষ্য।”

তিনি আর বলেন,"যদি তারা নিজেদের মস্তিষ্কে নিউরালিংক স্থাপণ করেন, সেক্ষেত্রে এটি ব্যবহার করে তারা কেবল কম্পিউটার নয়, মোবাইল ফোনেও অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। শুনতে হয়তো অলৌকিক মনে হবে, কিন্তু স্পাইনাল কর্ডের (মেরুদণ্ডের সঙ্গে মস্তিষ্কের সংযোগকারী বিশেষ স্নায়ু) সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে— এমন লোকজনও নিউরালিংকের মাধ্যমে উপকৃত হবেন। এ কারণে স্বেচ্ছাসেবীদের মধ্যে আমরা তাদেরকেই প্রাধান্য দেবো, যারা হাত-পায়ের পেশি সঞ্চালনে অক্ষম।”

যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে দুই স্বেচ্ছাসেবীর মস্তিষ্কে বসানো হয়েছে এই চিপ। প্রথম স্বেচ্ছাসেবকের ক্ষেত্রে ট্রায়াল সফল না হলেও দ্বিতীয়জনের ক্ষেত্রে তা সফল হয়েছে বলে জানিয়েছে নিউরালিংক।

Advertisement
Advertisement

Warning: Undefined variable $sAddThis in /mnt/volume_sgp1_05/dikdorshon/public_html/details.php on line 531