ঢাকা,  বৃহস্পতিবার
০৩ এপ্রিল ২০২৫

Advertisement
Advertisement

গুরুতর নিরাপত্তা ত্রুটি: দ্রুত হালনাগাদ করুন গুগল ক্রোম ও অন্যান্য ব্রাউজার

প্রকাশিত: ১৯:৩৯, ২৯ মার্চ ২০২৫

গুরুতর নিরাপত্তা ত্রুটি: দ্রুত হালনাগাদ করুন গুগল ক্রোম ও অন্যান্য ব্রাউজার

গুগল

গুগল ক্রোম ব্রাউজারে একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে, যা ইতোমধ্যে সাইবার অপরাধীদের হাতে চলে গেছে। যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সিআইএসএ সতর্কতা জারি করে জানিয়েছে, ১৭ এপ্রিলের মধ্যে ব্রাউজার হালনাগাদ না করলে সেটির ব্যবহার বন্ধ রাখা উচিত।

বিশেষজ্ঞরা বলছেন, এই ত্রুটির মাধ্যমে দূরবর্তী স্থান থেকে হামলাকারীরা ব্যবহারকারীর ডিভাইসে প্রবেশ করে নিয়ন্ত্রণ নিতে পারে। শুধু গুগল ক্রোম নয়, মাইক্রোসফট এজ, অপেরা ও অন্যান্য ক্রোমিয়ামভিত্তিক ব্রাউজারও ঝুঁকির মধ্যে রয়েছে।

গুগল জানিয়েছে, হামলাকারীরা ইতোমধ্যে এই দুর্বলতা কাজে লাগাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্রোমের নতুন সংস্করণ ১৩৪.০.৬৯৯৮.১৭৭/১৭৮ প্রকাশ করা হয়েছে। তবে অধিকাংশ ব্যবহারকারী আপডেট না করা পর্যন্ত গুগল ত্রুটির বিস্তারিত তথ্য প্রকাশ করবে না।

সিআইএসএ জানিয়েছে, ‘মোজো’ প্রযুক্তিতে লজিক্যাল ত্রুটি থাকার কারণে এটি স্যান্ডবক্স বাইপাস করতে পারে। এদিকে, ফায়ারফক্সেও একই ধরনের ত্রুটি শনাক্ত হয়েছে। মজিলা জানিয়েছে, তাদের আইপিসি কোডে ক্রোমের মতোই নিরাপত্তা দুর্বলতা রয়েছে।

বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা সংস্থাগুলো দ্রুত ব্রাউজার আপডেট করার পরামর্শ দিয়েছে। ব্যবহারকারীদের এখনই তাদের ব্রাউজার হালনাগাদ করা জরুরি, অন্যথায় বড় ধরনের সাইবার আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531