Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /mnt/volume_sgp1_05/dikdorshon/public_html/common/config.php on line 154
মানসিক প্রশান্তি লাভের উপায় কী?

ঢাকা,  বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪

Advertisement
Advertisement

মানসিক প্রশান্তি লাভের উপায় কী?

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:২১, ২৭ অক্টোবর ২০২৪

মানসিক প্রশান্তি লাভের উপায় কী?

মানুষের মন অনেকটা আবহাওয়ার মতো। একেক সময় একেক রকম। কখনো আপনি খুব খুশি তো কিছুক্ষণ পর মনে হবে জীবনের কোনো অর্থ নেই। বিশেষ করে দেখা যায় কোনো ঘটনা বা কিছু সময় মন ভালো থাকে না। দীর্ঘক্ষণ মন খারাপ থাকে। আর যার প্রভাব গিয়ে পড়ে আপনার জীবনে কিংবা পড়াশোনায়। মোট কথা কোনো কিছুতেই যেন মনোযোগ আসে না মন খারাপের সময়ে।

তবে কিছু কাজ আপনার মানসিক প্রশান্তি ফিরিয়ে আনতে পারে মুহূর্তেই। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন বলছে, গবেষকরা কয়েক দশক ধরে গবেষণা করে জেনেছেন কিছু কাজ আমাদের মন খুব দ্রুত ভালো করে দেয়। নেচার জার্নালের প্রকাশিত এক সমীক্ষা থেকে জানা যায় কিছু কাজ আমাদের মানসিক প্রশান্তি দেয়। এই কাজগুলো হচ্ছে-

যে বিষয়গুলোর জন্য নিজেকে সৌভাগ্যবান ভাবেন লিখুন: যখন মন খারাপ থাকে তখন খাতা কলম নিয়ে বসে লিখে ফেলুন যেসব বিষয়ের জন্য আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন। এই বিষয়টা আপনাকে কিছুক্ষণ সময়েই প্রশান্তি দেবে। বিভিন্ন সমীক্ষা থেকে মনস্তাত্ত্বিকরা এই বিষয়টি তুলে ধরেছেন।

কফি পান করুন: মন খারাপের সময় কফি আপনাকে প্রশান্তি দেবে। শুনতে অবাক লাগলেও এটা সত্যি। কফিতে থাকা ক্যাফিন এবল আমাদের চাঙ্গা রাখে না এটা মন মেজাজ ভালো রাখতেও ভূমিকা রাখে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে  ক্যাফেইন বিষণ্নতার হ্রাসের পাশাপাশি আত্মহত্যার ঝুঁকিও কমায়।

মেডিটেশন: নিজের প্রিয় কাজের পাশাপাশি কিছু সময় মেডিটেশন করতে পারেন। মেডিটেশন হলো দেহ মন এবং মস্তিষ্ককে শিথিল করার সহজ প্রক্রিয়া। মেডিটেশনের  আমাদের শরীরকে শিথিল এবং মন ও মস্তিষ্ককে প্রশান্ত করে। একাধিক গবেষণায় বলছে মেডিটেশন আমাদের মনোযোগ বাড়াতেও অবদান রাখে।

Advertisement
Advertisement

Warning: Undefined variable $sAddThis in /mnt/volume_sgp1_05/dikdorshon/public_html/details.php on line 531