Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /mnt/volume_sgp1_05/dikdorshon/public_html/common/config.php on line 154
আপনি একাকি হয়ে পড়ছেন? দেখুন এই সাত লক্ষণ আপনার মাঝে আছে কি

ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

Advertisement
Advertisement

আপনি একাকি হয়ে পড়ছেন? দেখুন এই সাত লক্ষণ আপনার মাঝে আছে কি

প্রকাশিত: ১৪:২৯, ২৫ নভেম্বর ২০২৪

আপনি একাকি হয়ে পড়ছেন? দেখুন এই সাত লক্ষণ আপনার মাঝে আছে কি

একাকি

চারপাশে বহু চেনা মানুষ, আত্মীয়স্বজন থাকলেও কিন্তু আপনি একা হতে পারেন। সংসারসন্তান কিংবা ক্যারিয়ার নিয়ে তুমুল ব্যস্ত মানুষটিও দিন শেষে নিজেকে একলা আবিষ্কার করতে পারেন। অর্থাৎ সব থাকার পরও আপনি একা হতে পারেন। গভীর একাকিত্বের কিছু লক্ষণও থাকতে পারে আপনার মধ্যে। এমন লক্ষণ দেখা দিলে কিন্তু নিজের একাকিত্ব কাটাতে উদ্যোগী হয়ে উঠতে হবে আপনাকে। নইলে মনের দিক থেকে ভালো থাকবেন না। এমনকি একসময় আবেগীয় বিপর্যয়ের সম্মুখীনও হতে পারেন। একাকিত্বের সাতটি নিগূঢ় লক্ষণ সম্পর্কে জেনে নেওয়া যাক।

কাছের বন্ধু না থাকা

বন্ধুবান্ধব তো অনেকেরই থাকে। হয়তো আপনারও আছে। কিন্তু তাঁদের মধ্যে যদি কেউই আপনার কাছের বন্ধু না হন, তাহলে আপনার একাকিত্বে ভোগার আশঙ্কা আছে। নৈমিত্তিক বন্ধুত্ব, অর্থাৎ যে বন্ধুত্বে গভীরতা নেই, সেই বন্ধুর সংখ্যা অনেক হলেও আপনি আদতে একা।

নিজের ভালো দিক নিয়ে সন্দেহ

একজনের মধ্যে সব ধরনের গুণ থাকবে না, এটাই স্বাভাবিক। তবে পৃথিবীতে প্রত্যেক মানুষই কোনো কোনো না গুণের অধিকারী। নিজের ভালো দিকটি সম্পর্কে আপনি নিজে অবশ্যই জানেন। কিন্তু নিজের সেই ভালোটুকু নিয়েও যদি আপনার মধ্যে সন্দেহ থাকে, তাহলে হয়তো আপনি একাকিত্বে ভুগছেন।

অতিরিক্ত ভালো হতে চাওয়া

অতিরিক্ত ভালো হতে চেষ্টা করাও একাকিত্বের একটি লক্ষণ। যখন আপনি একাকিত্বে ভুগবেন, তখন অন্যের কাছে নিজেকে ভালো হিসেবে উপস্থাপন করার বাড়তি তাড়না অনুভব করতে পারেন আপনি। আদতে এটি ভালো ব্যাপার নয়। কারণ, আপনি নিজের তরফ থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করছেন, এমনকি কখনো কখনো নিজের সাধ্যের বাইরে গিয়েও অন্যকে সাহায্য করছেন, কিন্তু কেউ আপনার কাছের বন্ধু হয়ে উঠছেন না। এই টানাপোড়েনে হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন আপনি।

নিজেকে অদৃশ্য অনুভব করা

কারও সঙ্গেই ভালোভাবে মিশতে না পারার ফলে অন্যের সামনে নিজেকে অদৃশ্য অনুভব করতে পারেন আপনি। ব্যাপারটা এমন, যেন অন্যের আনন্দবেদনার মধ্যে আপনার কোনো জায়গাই নেই। আপনি যেন কেউ না। নিজের পরিপূর্ণ অস্তিত্ব নিয়েও আপনি যেন অস্তিত্বহীন।

সামাজিক আয়োজন এড়িয়ে চলা

অন্য কারও আপন হয়ে উঠতে না পারার কারণে আপনি সামাজিক আয়োজন এড়িয়ে চলতে পারেন। কারণ, আপনি জানেন, কেউ আপনাকে পুরোপুরি বোঝে না, কারও কাছেই আপনি আপন নন, কারও কাছেই আপনি গুরুত্বপূর্ণ নন।

উদ্যমের অভাব

ভেতর থেকে একা হয়ে পড়লে আপনি কাজেকর্মে উদ্যম হারাতে পারেন। এমনকি বিভিন্ন সম্পর্কের পরিচর্যা করার ক্ষেত্রেও আপনি পিছপা হতে পারেন। ভালো না লাগার এক অনুভূতিতে আচ্ছন্ন হতে পারেন আপনি।

নিজের আবেগ থেকে বিচ্ছিন্ন অনুভব করা

আপনি নিজে যা অনুভব করছেন, সেটাকে সত্যিকারের অনুভূতি মনে নাও হতে পারে আপনার। কারণ, একাকিত্বের এই অনুভূতি ভীষণ কষ্টকর। তবে নিজের আবেগ থেকে বিচ্ছিন্নতার এই ভাবনার কারণেও আপনার কষ্ট বাড়তে পারে।

Advertisement
Advertisement

Warning: Undefined variable $sAddThis in /mnt/volume_sgp1_05/dikdorshon/public_html/details.php on line 531