
ডায়াবেটিস
পরিসংখ্যান বলছে, বিশ্বে প্রায় ১৫ কোটি মুসলমান ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে বহু রোগী পবিত্র রমজান মাসে রোজা রাখেন। তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে রোজা রাখা জীবনের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে, ইনসুলিন গ্রহণকারী, টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত এবং দীর্ঘমেয়াদি ডায়াবেটিক রোগীরা অধিক ঝুঁকিতে রয়েছেন।
যেসব ক্ষেত্রে রোজা রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে:
✅ টাইপ-১ ডায়াবেটিস রোগীরা (ঝুঁকি টাইপ-২ এর তুলনায় বেশি)
✅ ১০ বছরের বেশি সময় ধরে ডায়াবেটিসে আক্রান্তরা
✅ ইনসুলিন গ্রহণকারীরা (ইনসুলিন রক্তের গ্লুকোজের মাত্রা কমিয়ে দিতে পারে)
✅ সম্প্রতি হাইপোগ্লাইসিমিয়ায় আক্রান্ত হয়েছেন বা হাসপাতালে ভর্তি হয়েছেন
✅ অন্যান্য জটিল রোগ, বিশেষ করে কিডনি সমস্যা থাকলে
✅ গত তিন মাসে HBA1C পরীক্ষায় গ্লুকোজের মাত্রা ৯% বা তার বেশি হলে
✅ কায়িক পরিশ্রমের ওপর নির্ভরশীল ব্যক্তি
রমজানে সাহ্রি থেকে ইফতার পর্যন্ত ১৬ ঘণ্টার বেশি রোজা রাখা ডায়াবেটিক রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই, যাঁদের ঝুঁকি রয়েছে, তাঁরা রোজা রাখতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধের মাত্রা সামঞ্জস্যপূর্ণ করে নিতে হবে।
✍️ কর্নেল ডা. নাসির উদ্দিন আহমদ, মেডিসিন বিশেষজ্ঞ, সিএমএইচ বরিশাল