গত ৭ ফেব্রুয়ারি ধুমধাম করে বিয়ে হয়ে গেল বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র এবং অভিনেত্রী কিয়ারা আডবাণীর। কিন্তু কিয়ারার সঙ্গে বিয়ে না-ই হতে পারত সিদ্ধার্থের! অভিনেতার দীর্ঘ প্রেমিকাদের তালিকার হিসাব অন্তত তেমনটাই বলছে।
বিয়ের আগে হাফ ডজন মহিলার সঙ্গে প্রেমযাপন করে ফেলেছেন সিদ্ধার্থ! অথচ বলিপাড়ায় তার পরিচিতি বেশ চুপচাপ এবং লাজুক হিসাবেই
ব্যক্তিগত জীবন নিয়ে সিদ্ধার্থ সবসময়ই খুব চাপা। কখনো প্রেম নিয়ে কেউ কিছু জিজ্ঞাসা করলে তা সহাস্যে এ়ড়িয়ে যেতেন। অথচ সেই সিদ্ধার্থই নাকি বিয়ের আগে ছয় খানা প্রেম করে ফেলেছেন
তার প্রেমিকাদের সবাই রয়েছেন ডাকসাইটে সুন্দরীর তালিকায়। এই তালিকায় প্রথমেই যাঁর নাম আসে, তিনি রণবীর কপূর জায়া আলিয়া ভাট সিড এবং আলিয়া দু’জনেই কর্ণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন
ছবি মুক্তির পরই বলিউডে তাদের প্রেমের গুঞ্জন ওঠে
আলিয়ার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে একবার তিনি বলেছিলেন ‘‘আমি মনে করি না যে তিক্ততার কারণে এই বিচ্ছেদ, এ রকমটা হামেশাই ঘটে
সিদ্ধার্থের মনে নাকি দোলা দিয়েছিলেন বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজও। জ্যাকলিনের সঙ্গে ‘আ জেন্টলম্যান’ এবং ‘ব্রাদার্স’-এর মতো ছবিতে এক সঙ্গে অভিনয় করতে দেখা গেছে, বছর দেড়েক প্রেম করার পর সিদ্ধার্থের সেই প্রেমেও দাঁড়ি পড়ে যায়