বলিউড তারকাদের বিত্ত-বৈভব নিয়ে আলোচনা কম হয় না। বিশেষ করে, তাঁদের অন্দরমহল কেমন তা নিয়ে নানা কৌতুহল দেখা যায়। বলিউড নায়কদের মধ্যে অক্ষয় কুমারের বাড়ি নিয়েও আগ্রহ রয়েছে তাঁর ভক্তদের। ‘খিলাড়ি’র বাড়ি কেমন? চলুন দেখে নেয়া যাক-
শাহরুখ-আমির-সলমন এই তিন খানের প্রভাবের মাঝে বি-টাউনের সুপারস্টারের তকমা আদায় করে নিয়েছেন তিনি। তাঁর সম্পত্তির পরিমাণও নেহাত কম নয়। মিডিয়ায় খবর রয়েছে অক্ষয়ের মোট সম্পত্তির পরিমাণ ২ হাজার কোটি টাকারও বেশি
বিলাসবহুল বাড়ি নায়কের। বাড়ি থেকে জুহু সৈকত খুব ভাল করেই দেখা যায়। বেডরুম থেকে ডাইনিং রুম, সব ঘরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নানা শিল্পকর্ম, ভাস্কর্য
জুহুর এই বাড়িতেই স্ত্রী টুইঙ্কল খন্না এবং পুত্র-কন্যার সঙ্গে থাকেন অক্ষয়। বাড়িটি একটি ডুপ্লেক্স। এর অন্দরসজ্জা করেছেন স্বয়ং অক্ষয়-ঘরনি।
যেখানে সোফা রয়েছে, সেখানে বড় আকারের একটি শিল্পকর্ম রয়েছে। যা ঘরের সৌন্দর্যকে দ্বিগুণ করেছে। কাচের একটি সেন্টার টেবিলও রয়েছে। আর তার উপরে জায়গা করে নিয়েছে নানা শিল্পকর্ম এবং ফুলদানি।
অক্ষয়ের ডুপ্লেক্সের দোতলায় রয়েছে বেডরুম বা শয়নকক্ষ। দোতলায় রয়েছে টুইঙ্কলের অফিসও। সেখানেই মূলত লেখালেখির কাজ করেন তিনি।বলিউডে পা রাখার পর অভিনেত্রী হিসাবে নিজেকে তেমন মেলে ধরতে পারেননি টুইঙ্কল। লেখালেখিতেই নিজেকে উজাড় করে দিয়েছেন।
দোতলায় রয়েছে একটি ব্যালকনি। সেখান থেকে বাইরের পরিবেশ দারুণ ভাবে উপভোগ করা যায়। রয়েছে প্যান্ট্রিও।
বলিউডের অন্যতম সুখী দম্পতি অক্ষয়-টুইঙ্কল। বাড়ির অন্দরমহলের কোনায় কোনায়ও যেন সেই সুখের নানা মুহূর্ত ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সে কারণেই হয়তো এই তারকা জুটির গৃহকোণ এত ঝাঁ-চকচকে।