খোলা আকাশের নীচে নিয়ে গিয়েছিলেন যুগল, নতুন করে তৃপ্তির অস্বাদ পেতে। প্রকৃতির মাঝে নিজেদের নতুন করে আবিষ্কার করতে চেয়েছিলেন।
কিন্তু নিয়মের বাইরে সেই সুখলাভের ইচ্ছাই তাঁদের জন্য কাল হয়ে দাঁড়ায়। প্রকৃতির মাঝে সঙ্গমের সময় আচমকা নেমে আসে মর্মান্তিক মৃত্যু।
আমেরিকার দক্ষিণ ক্যারোলিনা প্রদেশের কলম্বিয়া শহরের এই ঘটনা প্রকাশ্যে আসার পর সাড়া পড়ে যায় চার দিকে। ২০০৭ সালের জুলাই মাসে মৃত্যু হয় এক প্রেমিক যুগলের।
যুগলের নাম ব্রেন্ট টাইলার এবং চেলসি টিউবলস্টন। দু’জনের বয়সই ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তাঁদের মৃত্যুর রহস্য প্রকাশ করেছিল পুলিশ। যা কলম্বিয়ার প্রেমিক যুগলকে স্মরণীয় করে রেখেছে।
সম্পূর্ণ নগ্ন অবস্থায় রাস্তায় পড়েছিলেন যুগল। দু’জনেরই শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। ট্যাক্সি চালক তাঁদের দেখে থানায় খবর দেন।
যুগলের এই অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখেছিল পুলিশ। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কোনও অপরাধের হদিস মেলেনি।
তদন্তের শেষে পুলিশ জানায়, সেই ভবনটি ৫০ ফুট উঁচু। ওই অফিসের ছাদে ভোরবেলা যৌন মিলনের উদ্দেশ্যে গিয়েছিলেন যুগল।