যুক্তরাষ্ট্রের মসনদে দ্বিতীয়বারের মতো ফিরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি কঠোর অভিবাসন নীতি গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন ৪৩টি দেশের একটি ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা তৈরি করেছে, যেখানে ১১টি দেশকে ‘লাল তালিকায়’ রাখা হয়েছে।