ঢাকা,  মঙ্গলবার
১৭ সেপ্টেম্বর ২০২৪

Advertisement
Advertisement

যেভাবে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বললেন তাসকিন

প্রকাশিত: ২০:২০, ২৭ আগস্ট ২০২৩

আপডেট: ১৩:০০, ২৮ আগস্ট ২০২৩

যেভাবে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বললেন তাসকিন

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব- তাসকিন

এশিয়া কাপ খেলতে আজ রোববার দুপুরে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। ফ্লাইটে উঠার আগ মুহূর্তে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন আহমেদ। টাইগার এই পেসার জানান এশিয়া কাপে দলের মূল লক্ষ্যের কথা।

 তিনি যেমনটা বলছিলেন— 'আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা, ইনশাআল্লাহ্‌। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও বলেন, আমাদের আসল লক্ষ্য ক্রিকেট খেলা, আমরা যেন ভালো খেলতে পারি।

আরও পড়ুনঃ  এমএলএস অভিষেকে জয় পেল মেসির মায়ামি

এর আগে ৩ বার এশিয়া কাপের ফাইনাল খেললেও কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ দল। অন্য আসরের চেয়ে এবারের দল ও ফরম্যাট ওয়ানডে থাকায় তাসকিনের বিশ্বাস, খেলোয়াড়রা তাদের সেরাটা দিলে চ্যাম্পিয়ন হওয়া অস্বাভাবিক নয়।

তাসকিন বলেন, 'চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। ভালো ক্রিকেট খেলতে হবে। সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।'

আরও পড়ুনঃ দর্শকের আগ্রহে বাড়ানো হলো ‘১৯৭১ সেইসব দিন’র শো

দুপুর ১টায় বিমান বিমান ছেরে যায় বাংলাদেশের ক্রিকেটারদের। তবে সবাই গেলেও লিটন থেকে যাচ্ছেন দেশে। অসুস্থতার কারণেই তার এ সিদ্ধান্ত বলে জানা গেছে।

৩১ আগস্ট লঙ্কানদের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের দল। ৩ সেপ্টেম্বর পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপপর্ব পার হতে পারলে মিলবে সুপার ফোরের টিকিট। সুপার ফোরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর থেকে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531